নরসিংদীর মাধবদী চরদীঘলদী ইউনিয়নের মালয়েশিয়া প্রবাসী সাব মিয়ার স্ত্রী ও একমাত্র কন্যা সন্তান রহস্যজনকভাবে নিখোঁজের ৬দিন পরেও সন্ধান করতে পারেনি পুলিশ।
দীর্ঘদিনেও সন্ধান না পাওয়ায় নিখোঁজ সালমা আক্তারের পরিবারবর্গ পাগল প্রায়। বোন সালমা আক্তার(২৪) ও ভাগ্নি আফরিন আক্তার (৮) এর সন্ধানের জন্য ভাই মাজহারুল ইসলাম, বোন ও ভাগ্নি ছবি নিয়ে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।
নিখোঁজ বোন ও ভাগ্নি সন্ধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।নিখোঁজ সালমা আক্তারের বাবা আওয়াল খন্দকার (৬০) জানান, গত ৯ বছর আগে সামাজিকভাবে তার মেয়ে সালমা আক্তারের বিয়ে হয় প্রতিবেশী গ্রামে মালয়েশিয়া প্রবাসী সাব মিয়ার সাথে।
বিয়ের এক বছর পরেই তাদের সংসারে একটি কন্যা সন্তান লাভ করে।
গত ৯ জানুয়ারী সকালে তার মেয়ে সালমা আক্তার ও ৮ বছরের একমাত্র কন্যা আফরিন আক্তারকে ডাক্তার দেখানোর কথা বলে স্বামীর বাড়ি থেকে বের হওয়ার পর রহস্যজনকভাবে নিখোঁজ হয়।
নিখোঁজের পর গত ৯ জানুয়ারী মাজহারুল ইসলাম (নিখোঁজ সালমা আক্তারের ভাই) বাদী হয়ে মাধবদী থানায় একটি হারানো সাধারণ ডায়েরি করেন যাহার নং ৭০৫ তাং ৯ জানুয়ারী ২০২৩।
বিষয়টি নিশ্চিত করেছেন মাধবদী থানার অফিসার ইনর্চাজ রকিবুজ্জান। তিনি বলেন, নিখোঁজ সালমা আক্তার ও সন্তানের বিষয়টি খোঁজ খবর নিচ্ছি, এখনো সন্ধান পায়নি। উদ্ধারের জন্য বিভিন্নভাবে সন্ধানচেষ্টা অব্যাহত রয়েছে।