রামগঞ্জে বিভিন্ন কর্মসুচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটির উপলক্ষে উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠনের প্রধানগন শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে উপজেলা বিজয় স্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন।
সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরের জিয়া অডিটোরিয়ামে তিন শতাধিক বীর মুক্তিযোদ্ধাদেরকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবীবা মীরা সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন চৌধুরী, উপজেলা আ.লীগের সভাপতি এ্যাড. সফিক মাহমুদ পিন্টু, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, বীরমুক্তিযোদ্ধা ফরিদ আহম্মদ ভূঁইয়া উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম রুহল আমিন, থানা ওসি মোঃ এমদাদুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সালেহ আহম্মদ পাটোয়ারী,পৌর আ.লীগের সাধারন সম্পাদক বেলাল আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চু, সুরাইয়া আক্তার শিউলি প্রমুখ।
এর আগে সকাল ৯টায় রামগঞ্জ সরকারী কলেজ মাঠে আনুষ্ঠিক ভাবে পতাকা উত্তোলন ও সালাম গ্রহন করেন। পরে পুলিশ, আনসার,বিডিপি,বিএনসিসি,স্কাউটস,কাপদল,স্কুল কলেজ শিক্ষার্থীকে কুচকাওয়াজ ডিপ্লে অনুষ্ঠান শেষে বিজয়ীদেরকে পুরস্কার দেয়া হয়