লক্ষ্মীপুর রায়পুর উপজেলার বাসিন্দা জহির হোসেন নিজ বাড়ীর পাশে পরিত্যক্ত জমিতে গড়ে তুলেছেন বাগান। সবজি, ফল ও ঔষধিসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে বাগানে। বেশিরভাগ বেকার সময় কাটে কৃষিতে। বাগানে উৎপাদিত ফল ও সবজি একদিকে যেমন নিজেদের চাহিদা মেটায়, অপরদিকে আত্মীয়-স্বজন, প্রতিবেশীর মাঝেও বিতরণ করছেন। তার কৃষি কাজ দেখে অনেকেই উৎসাহী হয়ে উঠছেন।
রায়পুর পৌর এলাকার পাশে ১০ নং ইউনিয়নে ২০২০ সালে বাগান করেন। বর্তমানে বাগানে ২০ রকমের ফল ও সবজি রয়েছে
বাগানের মালিক জহির বলেন, কৃষিতে তেমন পরিশ্রমের প্রয়োজন হয় না। খরচও হয় সামান্য। বাগান থেকে উৎপাদিত ফল ও সবজি নিজেদের চাহিদা মিটিয়ে আত্মীয়-স্বজন, প্রতিবেশীকে বিতরণ করি। এলাকাবাসী মোহাম্মদ জাকির পন্ডিত বলেন , বাগানটি খুবই প্রশংসনীয়। তার মতো এমন একটি বাগান করার ইচ্ছে আছে। বিভিন্ন জাতের ফল, সবজি রয়েছে অসাধারণ বাগান করেছে। দায়িত্ব নিয়ে বিভিন্ন ধরনের শাক-সবজি, ফল, ঔষধি গাছ চাষ ও পরিচর্যা করেন। তার মতো যদি অন্যরাও পরিত্যক্ত জমি ফেলে না রেখে সবজি অথবা ফলের বাগান করেন তারাও লাভবান হতে পারবেন।