২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে লক্ষ্মীপুরে আলোচনা সভা ও নাটক প্রদর্শন করা হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে শহরের টাউন হল মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে আমরা ক’জন মুজিব সেনা নামে একটি সংগঠন।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন- আমরা ক’জন মুজিব সেনার প্রতিষ্ঠাতা এ এফ জসীম উদ্দিন। সংগঠনের সভা পরিচালনা কমিটির সদস্য কবি মুসতবা আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য মোহাম্মদ জসীম উদ্দিন চৌধুরী, চট্রগ্রাম মহানগর স্বেচ্চাসেবক লীগের সহ-সভাপতি নাজমুল হুদা শিপন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন প্রমুখ।
বক্তারা বলেন, ‘২১ আগস্টের গ্রেনেড হামলা মূলত ১৯৭৫ সালের ১৫ আগস্টের ধারাবাহিকতা, সেদিন খুনীদের মূল লক্ষ্য ছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করা। আল্লাহর অশেষ রহমত ও মানুষের ভালোবাসার কারণে তিনি প্রাণে বেঁচে ফিরেছেন। কিন্তু নারী নেত্রী আইভি রহমানসহ অনেককে আমরা হারিয়েছি।’
সভা শেষে নাটক (ক্ষ্যাপা পাগলা প্যাঁচাল) প্রদর্শন করা হয়। পরে সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।