ভ্যালেন্সিয়ার বিপক্ষে গোল করে পেলের রেকর্ডে ভাগ বসিয়েছেন লিওনেল মেসি। গতকাল শনিবার বার্সেলোনার জার্সিতে সর্বাধিক গোলের রেকর্ড গড়েছেন তিনি। মেসি ও পেলে–দুজনই এখন এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডের মালিক। আর্জেন্টিনার তারকার বিশেষ দিনে অভিনন্দন জানাতে ভুল করলেন না ব্রাজিলীয় কিংবদন্তি পেলে। এত দিন এক ক্লাবের হয়ে সর্বাধিক গোলের রেকর্ডটি ছিল পেলের। সান্তোসের হয়ে ৬৪৩ গোল করেছিলেন সাবেক ব্রাজিল তারকা। গতকাল শনিবার রাতে ন্যু ক্যাম্পে বার্সেলোনার হয়ে গোল করে ওই ম্যাজিক ফিগার ৬৪৩ স্পর্শ করলেন মেসি। অনেকদিন ধরে মেসির এক ক্লাবে খেলে যাওয়ার বিষয়টি খুব ভালো লেগেছে পেলের। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে ধন্যবাদ জানাতে গিয়ে পেলে লিখেছেন, ‘আপনার হৃদয় যখন ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যায়, তখন ঠিকানা পরিবর্তন করা খুব কঠিন। তোমার (মেসির) মতো আমিও ভালো করেই জানি, প্রতিদিন একই জার্সি পরার মর্মটা কী। তুমি আর আমি জানি, যেটাকে ঘর মনে করি তার চেয়ে ভালো কিছু আর হতে পারে না।’ এরপর অভিনন্দন জানিয়ে পেলে লিখেছেন, ‘লিওনেল, ঐতিহাসিক এই রেকর্ডের জন্য তোমাকে অভিনন্দন। তবে সবার আগে বার্সেলোনায় তোমার অসাধারণ এই ক্যারিয়ারের জন্য অভিনন্দন।’