নিজেদের মাটিতে পূর্ণশক্তির দল নিয়ে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া কী করতে পারে তা সবার জানা। কিন্তু অ্যাডিলেডে প্রথম ইনিংসে তাদের করুণ অবস্থা! ভারতের প্রথম ইনিংসে করার ২৪৪ রানের জবাবে ব্যাট করতে নেমে অজিদের ইনিংস ভারতের কাছাকাছিও যেতে পারেনি! মাত্র ৭২.১ ওভার ব্যাট করতে পেরেছে স্বাগতিকরা। পেস স্বর্গে অশ্বিনের ঘূর্ণিতে অজিরা অল-আউট হয়েছে মাত্র ১৯১ রানে! ভারত ৫৩ রানে এগিয়ে থেকে তাদের দ্বিতীয় ইনিংস শুরু করবে। ৬ উইকেটে ২৩৩ রানে প্রথম দিন শেষ করেছিল ভারত। আজ দ্বিতীয় দিন আর মাত্র ১০ রান যোগ হতেই তাদের ইনিংস শেষ হয়ে যায়। বল হাতে ৪ উইকেট নিয়ে ধ্বংসযজ্ঞ চালান পেসার মিচেল স্টার্ক। আশ্চর্য হলেও সত্য যে, বিরাট কোহলির ৭৪ ছাড়া ভারতের ইনিংসে আর একটাও ফিফটি নেই। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেছেন চেতেশ্বর পূজারা। অনেক বিতর্কের পর একাদশে সুযোগ পাওয়া ঋদ্ধিমান সাহা মাত্র ৯ রানে আউট হয়ে ক্যারিয়ারকে আরও বিপদে ফেলে দিয়েছেন। ভারত অল-আউট হয়েছে ২৪৪ রানে। জবাবে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১৬ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ভারতের প্রধান পেস অস্ত্র জসপ্রিত বুমরাহর শিকার হন ম্যাথু ওয়েড (৮)। অপর ওপেনার জো বার্নসও ৬ রান করে বুমরাহর শিকার হন। নতুন অজি সেনসেশন মানার্স লাবুশানে ৪৭ রান করে উমেশ যাদবের বলে এলবিডাব্লিউ হয়ে যান। আর যাকে ঘিরে এত জল্পনা, সেই স্টিভেন স্মিথকে মাত্র ১ রানে থামিয়ে দেন রবিচন্দ্রন অশ্বিন। সবার বিপরীতে দাঁড়িয়ে একা লড়াই করেন অধিনায়ক টিম পেইন। অপরাজিত থঅকেন ৯৯ বলে ১০ বাউন্ডারিতে করা ৭৩ রানে। ৬ ব্যাটসম্যান দুই অংক ছুঁতে পারেননি। ভারতের হয়ে ১৬.১ ওভার বল করে ৫ মেডেন আর ৪০ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন পেসার উমেশ যাদব। বুমরাহ ২১ ওভার বল করে মাত্র ৫১ রানে নিয়েছেন ২ উইকেট। আর ঘূর্ণিবলে আসল কাজটা সেরেছেন রবিচন্দ্রন অশ্বিন। এই অভিজ্ঞ স্পিনার ১৮ ওভারে ৩ মেডেনসহ ৫৫ রানে ৪ শিকার ধরে ধসিয়ে দিয়েছেন অজি ব্যাটিং লাইনআপ। সাদা পোশাকে এটা তার সেরা পারফর্মেন্স। আর অশ্বিনের সবচেয়ে সেরা শিকার যে স্মিথ, তা বলার অপেক্ষা রাখে না।