পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বরিশাল নগরীর পলিটেকনিক রোডে নবনির্মিত জেলা পুলিশ সুপার কার্যালয় উদ্বোধন করেছেন।সোমবার (৭ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে নতুন কার্যালয় উদ্বোধনসহ আরও তিনটি উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেন তিনি। উদ্বোধনের পর মোনাজাত করা হয়।এ সময় বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, র্যাব-৮ অধিনায়ক আতিকা ইসলাম, বরিশাল জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলামসহ পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার, বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিকরা কথা বলার চেষ্টা করলেও পুলিশ প্রধান গনমাধ্যমের কাছে কোনো বক্তব্য দিতে রাজি হননি।উদ্বোধন শেষে জেলা পুলিশ লাইনসে বরিশাল রেঞ্জের ছয় জেলা ও মেট্রোপলিটনসহ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের সাথে মতবিনিময় করেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।বরিশাল জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, নগরীর পলিকেটনিক রোডের পাশে সাত কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে তিনতলা বিশিষ্ট পুলিশ সুপার কার্যালয় নির্মাণ করা হয়েছে। নবনির্মিত এই ভবন উদ্বোধনের ফলে জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি জনসাধারণের পুলিশি সেবা পাওয়া আরও সহজ হবে।আইজিপি ড. বেনজীর আহমেদের দিনব্যাপী এ সফরে জেলা পুলিশ লাইনসে কল্যাণ প্যারেডে অভিবাদন গ্রহণ, পুলিশ কল্যাণ সভা, বিট পুলিশিং সভা, জেলা পুলিশ লাইনসে নবনির্মিত প্রধান গেট উদ্বোধনের কথা রয়েছে ।