শনিবার (১৪ নভেম্বর) যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার (১৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা আমাদের সহযোগী সংগঠনের কমিটিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। শুধু বাকি ছিল যুবলীগ। আগামীকাল (শনিবার) বিকালে আমরা যুবলীগের কমিটি দিয়ে দেবো। আগামী সপ্তাহে আমরা আমাদের কেন্দ্রীয় সাব-কমিটিগুলো দিয়ে দেবো। নেত্রী আমাদের নির্দেশ দিয়েছেন।’
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটিগুলো ঘোষণার ব্যাপারে তিনি আরও জানান, ‘সাব-কমিটির চেয়ারম্যান কয়েকজন বাকি ছিল। চার জন অলরেডি হয়ে গেছে। কমিটিগুলো বেশিরভাগ জমা হয়েছে। দুই-তিনটা বাকি আছে। এগুলো আমরা আগামী সপ্তাহে দিয়ে দেবো।’
তিনি বলেন, ‘আমাদের জেলা-উপজেলা পর্যায়ের যেসব সম্মেলন হয়নি সেসব সম্মেলন করার উদ্যোগ নেওয়া হয়েছে। যে সম্মেলনগুলো হয়ে গেছে, সেখানে কমিটিগুলোর বিষয়ে আমাদের বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতারা খোঁজ-খবর নিচ্ছেন। ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ বাকি আছে, এগুলোও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। শিগগিরই আমরা দিয়ে দেবো।’
যুবলীগ
দলের তৃণমূল সম্মেলন প্রসঙ্গে সাধারণ সম্পাদক বলেন, ‘করোনা সংক্রমণের কারণে তৃণমূলের সম্মেলনগুলোতে বিলম্ব হয়েছে। তবে আমরা স্বাস্থ্যবিধি মেনে সম্মেলন প্রক্রিয়া শুরু করেছি। আগামীকাল রাজশাহীর বাগমারায় সম্মেলন হবে। আমি ঢাকায় থেকে সেখানে যুক্ত থাকবো। পর্যায়ক্রমে আমরা তৃণমূলের অন্যান্য সম্মেলন করে ফেলবো।’
মূলত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় এ সংবাদ সম্মেলন ডাকা হয়। ওবায়দুল কাদের দীর্ঘদিন পর সশরীরে উপস্থিত হয় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হলেন।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।