রামগঞ্জ পৌর উপজেলা পরিষদ সড়ক ও শহরের দক্ষিন বাজার সড়কসহ শতাধিক সড়কের বেহাল দশা। দীর্ঘদিন ওই সব সড়ক সংস্কার না হওয়ায় বড় বড় গর্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এ ছাড়া ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। গুরুত্বপূর্ণ সড়কগুলো দিয়ে প্রতিদিন মালবাহী ট্রাক, টলি, যাত্রীবাহী বাস, সিএনজি, রিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। স্থানীয় জনসাধারণ ও সংশ্লিষ্ট পৌরসভা, ইউনিয়ন পরিষদ, স্থানীয় জনপ্রতিনিধি বরাবর একাধিক আবেদন করার পরও সড়কগুলো সংস্কারের কোনো উদ্যোগ নেয়া হয়নি। ফলে জনগণের মাঝে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, রামগঞ্জ শহরের প্রবেশদার জোড় কবর নামক স্থান থেকে রামগঞ্জ উচ্চ বিদ্যালয়, ও দক্ষিন বাজার সড়ক, উপজেলা পরিষদ সড়ক, হাসপাতাল সড়ক, রামগঞ্জ থানা সড়ক, রেজিষ্টারী অফিস সড়ক, সরকারী উচ্চ বিদ্যালয় সড়ক, শ্রীপুর পাটওয়ারী বাড়ি সড়ক, সোনাপুর বাজারের কলাবাগান সড়ক, এরশাদ হোসেন সড়ক,দরবেশপুর ইউনিয়নের সমিতি বাজার বাইপাস সড়কসহ ছোট-বড় শতাধিক সড়কের বেহাল দশায় পরিণত হয়েছে। এসব সড়কের কোথাও দেবে গিয়ে ভেঙে পড়েছে। এ ছাড়া গর্তের সৃষ্টি হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কগুলো। এতে রিকশা-সাইকেল দূরের কথা পায়ে হেঁটে চলাও দুষ্কর হয়ে পড়েছে।