জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চরগোবিন্দী গ্রামের ব্রীজের দক্ষিণ পূর্ব পাশে নদী থেকে অবৈধভাবে বালু উওোলন করে বিক্রি করছে একটি সংষবদ্ধ চক্র। এই প্রভাবশালী চক্রটি এলাকায় দীঘদিন যাবৎ নদীতে ডেজার বসিয়ে অবৈধভাবে বালু উওোলন করে বিক্রি করে আসছে। ফলে একদিকে নদী ভাঙোনে ফসলী জমি সহ বাড়িঘর নদীগর্ভে চলে যাচ্ছে। অন্যদিকে সরকার তার রাজস্ব হারাতেছে। এই নদীভাঙনের ফলে কৃষিজমি সহ অন্তত ১৫/২০টি বাড়িঘর নদীভাঙনের হুকিতে পড়েছে। সরেজমিনে ঘুরে জানা গেছে চরগোবিনদী গ্রামের বাসিন্দা, সিদ্দিক, ফকির, আলী,রবিজল,শফিকুল ইসলাম, সুলতান, আব্দুল মজিদ, ইরেজ উদদীন, জহির, মান্নান, বাবলু সহ আরোঅনেক এলাকাবাসী অভিযোগ করেন যে নদী থেকে মিলটন মন্ডল গংরা ও ডেজার মালিক আলতাব খানের ডেজার মেশিন দিয়ে বালু উওোলন করে বিক্রি করে আসছে। এতে কেউ প্রতিবাদ করতে গেলে উলটো হুমকি, দুমকি,ভয় ভীতি দেখায়। অভিযোগকারীরা আরো জানান যদি এইভাবে বালু উওোলন বন্ধ করা না যায় তাহলে আমাদের বাড়ীষর নদীতে বিলিন হয়ে যাবে। এ ব্যাপারে মেলান্দহ উপজেলা নিবাহী অফিসার তামিম আল ইয়ামীন জানান ঘটনার দ্রুত ব্যবস্তা নেওয়া হবে।