রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, আগামী ৩ বছরের মধ্যে রংপুর হবে দৃষ্টিনন্দন নগরী। সুন্দর নগরী সাজাতে ইতিমধ্যে মাস্টার প্লান তৈরি করা হচ্ছে। নগরীর প্রধান সমস্যা শ্যামাসুন্দরী খালটি সংস্কারে উদ্যোগ নেয়া হয়েছে। ইতিমধ্যে ঢাকার হাতিরঝিল নির্মাণ করা প্রকৌশলীদের খাল সংস্কারে মাস্টারপ্লান তৈরিতে যোগাযোগ করা হচ্ছে। নগরীর পাড়া মহল্লার সড়ক ও ড্রেন উন্নয়ন কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। নাগরিক সুবিধা নিশ্চিত করতে রসিক কাউন্সিলর ও প্রকৌশলীসহ সকল স্টাফরা নিরলসভাবে কাজ করছে। রসিক উন্নয়নকে কেউ বাঁধাগ্রস্ত করতে পারবে না। নগরীর সিটি প্রেসক্লাব দৃষ্টিনন্দন করতে সর্বাত্তক সহযোগিতা করা হবে। গতকাল শনিবার দুপুরে রংপুর সিটি প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রংপুর সিটি প্রেসক্লাব সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মীর জামাল উদ্দিন, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুন্নবী ফুলু, সিটি প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বাবলু, কোষাধ্যক্ষ শাহিদুর রহমান শাহিদ, দপ্তর ও প্রচার সম্পাদক আলী হায়দার রণি, সাংবাদিক রেজাউল করিম বাবু, ফটোসাংবাদিক রেজাউল করিম জীবন, সাংবাদিক ও কবি হায়াত মাহমুদ মানিক, এসএম লিটন, আল আমিন, আকতারুল ইসলাম আকতার, কবি তৈয়বুর রহমান বাবু প্রমুখ। এর আগে সিটি প্রেসক্লাবের পক্ষ থেকে রসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। রসিক মেয়র সিটি প্রেসক্লাবের উন্নয়নে আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।