শরীয়তপুর গোসাইরহাট উপজেলায় বে-গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব শামসুর রহমান মিয়ার নির্দেশনায় বে-গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর আলহাজ্ব জিয়াউর রহমান আহাদ মিয়ার সহযোগিতায় বন্যাদুর্গত ১০ হাজার ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন বে-গ্রুপ। এ সময় প্রত্যেকের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আটা,২ কেজি চিনি,১ কেজি লবন, ২ কেজি চিড়া,১ কেজি মুড়ি, ১ কেজি টোষ্ট বিস্কুট ,২০ পিচ পানি বিশুদ্ধ করন ট্যাবলেট , ১ লিটার সোয়াবিন তেল , ১ টি সাবান বিতরণ করা হয়। বৃহস্পতিবার হাটুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে নলমুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুর রহমান মিয়ার সভাপতিত্বে শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি প্রধান অতিথি হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্ধোধন করা হয়। এসময় তিনি প্রধান অতিথির বক্তব্য বলেন, বন্যাদুর্গত ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সরকারি সহায়তার পাশাপাশি আলহাজ্ব শামসুর রহমান মিয়া যে ত্রাণ সহায়তা দিয়েছে এটা একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করলো, আমরা আশা করবো সমাজে যারা বিত্তবানরা আছেন তারাও তার মত বন্যাদুর্গত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবেন। ত্রাণ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোসাইরহাট উপজেলার নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইন, গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা সোয়েব আলী, গোসাইরহাট থানার আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন দুলাল, খলিলুর রহমান ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল্লাহ, উপধক্ষ্য মাওলানা আব্দুল বাতেন প্রমুখ।