শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে পুস্পস্তবক অর্পণ দোয়া মিলাত মাহফিল সহ বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রান সামগ্রহী বিতরন করেছেন শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক । এ সময় ধানকাটি ইউনিয়নে ৩শত ৫০ জন বন্যার্তদের মাঝে শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন বিতরণ করেছেন সংসদ সদস্য। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মুর্তজা আল মুঈদ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড. হানিফ মিয়া, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক বেপারী, ধানকাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম গনি মাদবর, সাধারন সম্পাদক আলী আজগর কাজী,উপজেলা যুবলীগের সহ-সভাপতি গোলাম মাওলা রতন,শিল্পপতি ও সমাজ সেবক সৈয়দ ইকবাল হোসেন ওসমান, যুবলীগের সভাপতি মোঃ শাহজালাল হাওলাদার, সাধারন সম্পাদক শায়েস্তা খান আবুল,ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম, সাধারন সম্পাদক আনিসুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।