লেবাননে আটকে পড়া বাংলাদেশিদের মধ্য থেকে ৭৩ বাংলাদেশি দেশে ফিরে আসছেন।
আজ ১২ আগস্ট বুধবার সকালে তারা দেশে পৌঁছাবেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ।
খাবার আর চিকিৎসা সামগ্রী নিয়ে বৈরুতে গিয়েছিল বিমান বাহিনীর যে কার্গো বিমান, সেটিতেই দেশে ফেরার সুযোগ পেলেন তারা। যুদ্ধ-বিদ্ধস্ত লেবাননে গত কয়েক মাসে বেকার হয়ে পড়েছেন এসব শ্রমিকের অনেকেই। করোনার সময়ে প্রবাসী শ্রমিকদের সংকট বেড়েছে কয়েকগুণ।
এর আগে ১১ আগস্ট সোমবার খাবার এবং ওষুধ নিয়ে বৈরুতে পৌঁছায় বাংলাদেশের বিমানটি। এরপর মঙ্গলবার সেই বিমানেই দেশে ফেরার সুযোগ পান এই ৭৩ জন বাংলাদেশি।