নরসিংদীর পলাশ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও নরসিংদী-২ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কামরুল আশরাফ খান পোটন বলেছেন ইতিহাস সাক্ষী আছে তারুণ্যের ঐক্যবদ্ধ শক্তি সকল প্রকার অপশক্তিকে ভেঙে গুঁড়িয়ে দিতে পারে। সমাজের তরুণ ও যুবকরা হলো একটি বিপ্লব। তারা যেকোনো অন্যায়-অনিয়ম ও অপশক্তির বিরুদ্ধে দাঁড়ানো মাত্রই একটি বিপ্লব ঘটে। আর এই বিপ্লবে যেকোনো অপশক্তিকে নিমিষে ভেঙে গুঁড়িয়ে দেয়। তাই, তরুণ ও যুব সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান কামরুল আশরাফ খান পোটন। গত শনিবার(৮ আগষ্ট) সকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পোস্ট অফিসে রোডে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন সম্পাদক তানজিরুল হক রনির অফিস উদ্বোধন করে নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।এসময় বঙ্গমাতা ফজিলাতুন্নেছার ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ও শোকাবহ ১৫ আগস্টের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করে কামরুল আশরাফ খান আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা রাত-দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সেই পরিশ্রমকে স্বার্থক করতে হলে তারুণ্যের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। তরুণ ও যুবকরা ঐক্যবদ্ধ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করে তুলতে হবে। এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার ও যুবলীগের সহ-সভাপতি মাকসুদুর রহমান সহ নেতাকর্মিরা।