করোনা ভাইরাসের আক্রান্তের শীর্ষ তালিকায় ছোট দেশ কাতার। দেশটির নাগরিকদের তুলনায় প্রবাসী শ্রমিকেরা বেশি হারে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। দেশটির আক্রান্তদের মধ্যে বাংলাদেশি, ভারতীয় এবং নেপালিদের সংখ্যা বেশি।
কাতারের স্বাস্থ্য বিষয়ক গবেষণা কেন্দ্র ওয়েল কর্নেল মেডিসিনের নতুন একটি গবেষণায় এই তথ্য উঠে আসে।
গবেষণার তথ্য তুলে ধরে এপি জানায় , আক্রান্তদের মধ্যে বাংলাদেশি ১৪ শতাংশ, ভারতের ৪০ শতাংশ এবং নেপালের নাগরিক রয়েছেন ১৮ শতাংশ।
প্রবাসী শ্রমিকদের ওপর নির্ভরশীল আরেক দেশ বাহরাইনেও প্রায় একই অবস্থা। দেশটিতে এখন পর্যন্ত ৩৭ হাজার মানুষ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬ হাজার জনকে শনাক্ত করা হয় কন্টাক্ট ট্রেস অ্যাকসেসের মাধ্যমে।
এই ৬ হাজার রোগীর মধ্যে ১ হাজার ২৬০ জন বাংলাদেশের, ২ হাজার ৬০০ জন ভারতের । ৪০০ জনের মতো নেপাল এবং পাকিস্তানের।