ভোলার দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে ০২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কুখ্যাত সিরাজ বাহিনীর ০৩ জন দুর্ধর্ষ ডাকাত আটক করা হয়। বুধবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, বেশকিছুদিন ধরে ভোলা জেলার সদর উপজেলাধীন তুলাতলি ও ইলিশা এলাকার মেঘনা নদীতে এবং তৎসংলগ্ন চরে মো. আনোয়ার এর নেতৃত্বে একটি কুখ্যাত ডাকাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিলো বলে জানা যায়। ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ কোস্ট গার্ডের সাহায্য চাইলে কোস্ট গার্ড উক্ত এলাকাসমূহে তৎপরতা বৃদ্ধি করে। ফলশ্রুতিতে বুধবার রাত ০০:৩০ ঘটিকা হতে সকাল ০৫৩০ ঘটিকা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ পুলিশ এর সমন্বয়ে ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন ০৫ নং দক্ষিণ জয়নগর ইউনিয়নের খায়েরহাট বাজার সংলগ্ন এলকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে ব্যাপারী বাড়ি নামক একটি বাড়ি তল্লাশী করতঃ কুখ্যাত ডাকাত মোঃ আনোয়ার হোসেন (৩৮), মোঃ সোহেল (২৮) এবং মোঃ হাসান (২০) কে ০২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০২ টি কার্তুজ, ১৫ টি দেশীয় অস্ত্র এবং ০১ টি অবৈধ মোটর সাইকেলসহ আটক করা হয়। তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত ডাকাতদের জব্দকৃত সকল আলামতসহ দৌলতখান থানায় হস্তান্তর করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের ডাকাত দমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।