পূর্বের রীতি নীতি গ্রাম্য দলপক্ষের দুই গ্রুপের কাইজ্জ্যা মারামারী থেকে বেরিয়ে এসে আদর্শ গ্রাম হিসেবে ঘোষনা দিলেন ফরিদপুেের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামবাসী। তরুন সমাজ সেবক, কুয়েত প্রবাসী ইব্রাহিম মৃধার উদ্যেগে মঙ্গলবার রাতে জয়ঝাপ মাদ্রাসা মাঠে গ্রামবাসীর উপস্থিতিতে সবার সম্মতিক্রমে আদর্শ গ্রাম হিসেবে ঘোষনা দেন তারা। জয়ঝাপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওছার তালুকদারের সভাপতিত্বে এসময় গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্যা, তরুন সমাজ সেবক ও কুয়েত প্রবাসী ইব্রাহিম মৃধা, জয়ঝাপ সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ব্যবসায়ী মোশাররফ হোসেন তালুকদার, ইউপি সদস্য নুরুল ইসলাম, তরুন সমাজ সেবক সায়েম মিয়া (টিটন), মাওলানা মোঃ জালাল উদ্দিন, শিক্ষক, ইমাম, সুশিল সমাজের ব্যক্তিবর্গসহ গ্রামের সব শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় গ্রামের মাতুব্বররা (মোড়লরা) মাতবরি প্রথা ছেড়ে দিয়ে গ্রামবাসীর সাথে একমত পোষন করেন।. তারা জানান, গ্রামে থাকবে না কোন সংঘর্ষ-মারামারী, থাকবে না কোন মাদক, থাকবে না কোন অন্যায়, থাকবে না কোন মামলা মোকাদ্দমা। সকল অন্যায় আপরাধ বাদ দিয়ে সুন্দর একটি সমাজ গঠনের লক্ষে তারা ঐক্যবদ্ধ হয়েছেন। তারা আরও জানান, গ্রামের সবার সম্মতিতে একটি পরিচালনা কমিটি গঠন করা হবে। সেই কমিটি গ্রাম পরিচালনা করবেন।