দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫টি আসনে ৯৩৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৯৫টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ বা অতি-গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব কেন্দ্রের বিষয়ে নেওয়া হচ্ছে বাড়তি প্রস্তুতি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গাজীপুর-১ আসনে মোট ১২৮টি ভোট কেন্দ্রের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৮২টি। গাজীপুর-২ আসনে মোট ভোট কেন্দ্র ৪০০টি। এর মধ্যে ২৯৭টি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ এবং ১০৩টি কেন্দ্রকে কম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। গাজীপুর-৩ আসনে মোট ভোট কেন্দ্র ১৮০টি। এর মধ্যে ৯০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। গাজীপুর-৪ আসনে মোট ভোট কেন্দ্র ১২২টি। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে আছে ৭২টি, আর বাকি ৫০টি কেন্দ্রও কম ঝুঁকিপূর্ণের তালিকায়। গাজীপুর-৫ আসনে মোট ভোট কেন্দ্র ১০৫টি। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৫৪টি ও বাকি ৫১টি কেন্দ্র কম ঝুঁকিপূর্ণ।
গাজীপুর মেট্রোপলিটনের পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার মো: মাহবুব আলম জানান, গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে র্যাব, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া সেনাবাহিনী ও বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, গাজীপুরে পাঁচটি আসনে ৯৩৫টি ভোট কেন্দ্র আছে। সবগুলো কেন্দ্রকেই আমরা গুরুত্ব দিচ্ছি। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে যা করা প্রয়োজন, আমরা সব রকম প্রস্তুতি নিচ্ছি।