মহান বিজয় দিবস উপলক্ষে খুলনার ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকোর) আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। ওজোপাডিকো’র আওতাধীন সকল দপ্তর ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং পরবর্তীতে সকালে খুলনার গল্লামারীস্থ শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে সকালে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময়ে খুলনার ওজোপাডিকো’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ.এইচ .এম. মহিউদ্দিনের নেতৃত্বে ওজোপাডিকো’র কর্মকর্তা ও কর্মচারীরা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন । এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালকবৃন্দ, প্রধান প্রকৌশলীগণ, মহাব্যবস্থাপক (প্রশাসন), কোম্পানির সচিবস বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরবর্তীতে সকালে অনুরূপভাবে ওজোপাডিকো’র সম্মেলন কক্ষে( সংলাপ-১) এ “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং বিজয় দিবসের তাৎপর্য” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ আলমগীর কবীরের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওজোপাডিকো’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ .এইচ .এম. মহিউদ্দিন। এ সময়ে প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ওজোপাডিকো’র সকল কর্মকর্তা-কর্মচারীকে গুণগত, মানসম্পন্ন ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়া এবং সৎ ও নিষ্ঠাবান থেকে সঠিকভবে দায়িত্ব পালন করে গ্রাহকদের সন্তুষ্ঠি অর্জন করার জন্য তিনি সকল কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহ্বান জানান। উক্ত আলোচনা সভায় এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওজোপাডিকো’র নির্বাহী পরিচালক (পরিচালন) প্রকৌঃ মোঃ শামসুল আলম, প্রধান প্রকৌশলী (পিএন্ডডি) এ.টি.এম. তারিকুল ইসলাম, প্রধান প্রকৌশলী (ওএন্ডএম) মোঃ রোকনউজ্জামান এবং কোম্পানি সচিব (অতিঃ দায়িত্ব) মোহাম্মদ নাজমুল হুদা। এছাড়াও এ সময়ে সকল দপ্তরের প্রধানগণ জুম প্লাটফর্ম ব্যবহার করে ভার্চুয়ালি সংযুক্ত সভায় উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে বাদ যোহর সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী কার্যক্রমের জন্য জনমত সৃষ্টি আলোচনা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার রুহের মাগফেরাত কামনাসহ /যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে ওজোপাডিকো’র সকল মসজিদ ও অন্যান্য উপসনালয়ে বিশেষ দোয়া, মোনাজাত এবং তবারক বিতরণ করা হয়।