গতকাল রবিবার সকালে গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে সেবা প্রদানের প্রতিশ্রুতি এবং সেবাদাতাদের মধ্যে চুক্তি নিয়ে আলোচনা করা হয়। প্রথম অধিবেশনে অভিযোগের প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে স্টেক হোল্ডারদের নিয়ে সমন্বয় সভা এবং ২য় অধিবেশনে অভিযোগের প্রতিকার বিষয়ে স্টেকহোল্ডারগণের অবহিতকরণ বিষয়ে দু’টি সভা আইকিউএসি সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। অনলাইনে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে শেবা গ্রহীতার অভিযোগ করার প্রক্রিয়া নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি ছাত্র-ছাত্রীদের অভিযোগ প্রসঙ্গে করণীয় ধারাবাহিক প্রটোকল বিষয়ে কথা বলেন। সভায় বশেমুরকৃবি সিটিজেন চার্টার এবং সেবা প্রদান প্রতিশ্রুতি বাস্তবায়ন কর্ম-পরিকল্পনা (২০২৩-২৪) বিস্তারিত আলোচনা করেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ এবং অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ে কর্মপরিকল্পনা উপস্থাপন করেন পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান। প্রথম সভায় পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান ও দ্বিতীয় সভায় পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মোঃ মোতাহার হোসেন স্বাগত বক্তব্য প্রদান করেন। স্টেকহোল্ডার অবহিতকরণ সভায় ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।