বীর প্রতীক শহীদ খায়রুল জাহান স্মৃতি পাঠাগার পরিদর্শন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ন্যাশনাল লাইব্রেরীর মহাপরিচালক মো: আবু বকর সিদ্দিক। বুধবার সকালে কিশোরগঞ্জ শহরের খরমপট্টিতে অবস্থিত শহীদ খায়রুল স্মৃতি পাঠাগার পরিদর্শনে আসেন তিনি। এ সময় তিনি পাঠাগারের দায়িত্বশীল ও সুধী সমাজের সাথে মতবিনিময় করেন। অন্যন্যদের মধ্যে উপিস্থত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা খানম, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া, সদরের শহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, জেলা সরকারী গণগ্রন্থাগার অধিদপ্তরের সহকারী পরিচালক আজিজুল হক সুমন, প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: আ.ন.ম নওশাদ খান,বীরমুক্তিযোদ্ধা প্রফেসর আ.গণি,জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, শহীদ খায়রুল জাহান স্মৃতি সংসদ ও পাঠাগারের আহবায়ক সাংবাদিক এক নাছিম খান, যুগ্ন আহবায়ক শহীদ খায়রুলের ভাই সাদেকুজ্জাহান তালুকদার নয়ন, সদস্য সচিব এম আর হাসান বাবুল, কিশোরগঞ্জ পেসক্লাবের আহবায়ক অ্যাডভোকেট এবিএম লুৎফর রাশিদ রানা, বাংলাদেশ বেসরকারী গণ গ্রন্থাগার সমিতি কিশোরগঞ্জ সদর শাখার সভাপতি আমিনুল হক সাদীসহ পাঠাগারের সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ। পরে প্রধান অতিথি শহীদ খায়রুল জাহান স্মৃতি পাঠাগার ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং পাঠাগারের জন্য বই উপহার প্রদান করেন।