চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের পাহাড়ে অবস্থিত বিরাশি নামের একটি ঝর্ণার গোসল করতে নেমে পানিতে ডুবে নাইমুল হাসান নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। জানা যায়, বুধবার ৬ সেপ্টেম্বর,সকালে চট্টগ্রাম শহর থেকে চারজন মিলে বাঁশবাড়িয়ায় বিরাশি ঝর্ণা দেখতে আসে। পরে দুপুর ১২টার দিকে সবাই মিলে ঝর্ণায় গোসল করতে নামে।এসময় ঝর্ণায় নামার সাথে সাথে নাইমুল হাসান নিচে তলিয়ে যায়। তখন সাথে থাকা বন্ধুরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে কিছুক্ষণ পর কুমিরা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করে।ধারনা করা হচ্ছে সাঁতার না জানার কারণে ঝরণার পানিতে ডুবে এই পর্যটকের মৃত্যু হয়। নিহতের বাড়ি,চট্টগ্রাম শহরের পাহাড়তলী থানার উত্তর কাট্রলি নাথ পাড়া এলাকার আবুল কাশেমের পুএ একেএম নাইমুল হাসান (২০)।সেই কুমিরায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের(আইআইইউসি)অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।উক্ত বিষয়টি নিশ্চিত করেন কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ ভূইয়া।