জলবায়ু পরিবর্তন রোধ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করল “বাংলার চোখ”বর্তমান সময়ে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষরোপণ অপরিহার্য। বৃক্ষরোপণের উপকারিতা ও বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ৩সেপ্টেম্বর-২০২৩, বিকেলে, রংপুর মাহিগঞ্জ থানার তাজহাট ডিমলা এলাকায় বৃক্ষরোপণ ও বৃক্ষের চারা বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাংলার চোখ’।৩১০ টি পরিবারের মাঝে ফলজ, বনজ, ঔষধি বৃক্ষ ও ফুলগাছের চারা রোপন ও বিতরণ করা হয়। যার মধ্যে রয়েছে– মেহগনি, রেইট্রি, শীলকড়ই, অর্জুন, কাঞ্চন, কাঁঠাল, আম, জলপাই, বহেরা, হরতকী, কদবেল, পেয়ারা, কৃষ্ণচূড়া, পলাশ, শিউলি, বকুল ইত্যাদি। ‘বাংলার চোখ’ কেন্দ্রীয় সংসদ সভাপতি হাজী মো: তানবীর হোসেন আশরাফির সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, আবু বকর সিদ্দীক, উপ পুলিশ কমিশনার, সিটিএসবি, রংপুর মেট্রোপলিটন পুলিশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ বাবুল হোসেন, বিভাগীয় প্রধান, প্রাণিবিদ্যা বিভাগ, রংপুর সরকারি কলেজ। মাহমুদুন নবী বাবুল, সাধারণ সম্পাদক, বাংলার চোখ কেন্দ্রীয় সংসদ, মোঃ ওমর ফারুক, সাধারণ সম্পাদক, বাংলার চোখ মহানগর সংসদ, মোঃ চান মিয়া,পরিচালক, দুস্থ উন্নয়ন সংস্থা, ‘বাংলার চোখ’ সদস্য, মো: দুলাল মিয়া, মো: অহিদুল মিয়া, মো: আহনাফ তাহমিদ আবিদ, মো: মিন্টু মিয়া, আবুল কালাম আজাদ, মো: নিয়াজ, মামুন, সুমন, মমিনুল ইসলাম খোকন প্রমুখ। আলোচনায় বক্তারা বলেন, এ ধরণিতে নিঃস্বার্থ, প্রকৃত ও উপকারী বন্ধু হলো বৃক্ষ। বৃক্ষের ছায়াতলেই গড়ে উঠেছে মানবসভ্যতা। তাই বৃক্ষ ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। এক কথায় বৃক্ষ মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত। একটি পূর্ণবয়স্ক বৃক্ষ বছরে যে পরিমাণ অক্সিজেন সরবরাহ করে তা কমপক্ষে ১০ জন পূর্ণবয়স্ক মানুষের বার্ষিক অক্সিজেনের চাহিদা মেটায়। মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ ও প্রকৃতির ভারসাম্য রক্ষাসহ শোভাবর্ধনে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। আগামী ১০ই অক্টোবর ২০২৩ স্বেচ্ছাসেবী সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন “বাংলার চোখ” এর ১৬ বছর পূর্তি ও ১৭ বছরে পদার্পণ উপলক্ষে রংপুর সহ উত্তরাঞ্চলে ৫ হাজার বনজ, ফলজ, ঔষধি ও ফুল গাছের চারা বিতরণ ও রোপন করা হয়।