জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে বিএনপি-জামায়াত এবং স্বাধীনতা বিরোধী চক্রের একুশে আগষ্ট চালানো বর্বরোচিত গ্রেনেড হামলায় জননেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহতের ঘটনায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিহতদের স্মরনে (২১ আগষ্ট) সোমবার বেলা ১২ টায় শহরের আলিপুর হাসিবুল হাসান লাভলু সড়কের রাসেল স্কয়ারে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে ফরিদপুরের জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ এর সঞ্চালনায় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল কুমার ব্যানার্জী, সহ-সভাপতি কে. এম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, কোতয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোঃ নাছির প্রমুখ। এসময় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক জনিসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।