সম্প্রতি কারাগারে বন্দি অবস্থায় রয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কারাগারে তাকে ‘বিষ’ প্রয়োগ করা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তার স্ত্রী বুশরা বিবি।
শুক্রবার (১৮ আগস্ট) এমন আশঙ্কা প্রকাশ করে পাঞ্জাবের স্বরাষ্ট্র সচিব বরাবর চিঠি দিয়েছেন তিনি।
পাকিস্তানভিত্তিক সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বুশরা বিবি পাঞ্জাবের স্বরাষ্ট্র সচিবকে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, আদালত ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তরের নির্দেশ দিলেও, তাকে অযৌক্তিকভাবে অ্যাটক কারাগারে জেলে বন্দি করে রাখা হয়েছে। এতে তার নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
চিঠিতে তিনি আরো বলেন, ইমরান খানের জীবন এখনো ঝুঁকির মধ্যে রয়েছে। তাছাড়া অ্যাটক কারাগারে আমার স্বামীর প্রাপ্য সুযোগ-সুবিধা পাওয়া যায় না। এমনকি, এ কারাগারে তাকে বিষপ্রয়োগও করা হতে পারে।
সামাজিক ও রাজনৈতিক অবস্থান বিবেচনায় কারাগারে ইমরান খানকে বি-শ্রেণির সুবিধা দেওয়ারও দাবি জানিয়েছেন বুশরা। এছাড়া দেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি যাতে কারাগারে বাড়িতে তৈরি খাবার খাওয়ার সুবিধা পান, সে আর্জিও জানিয়েছেন তিনি।
কারা বিধির কথা উল্লেখ করে বুশরা বিবি বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে খান সাহেবকে সব সুযোগ-সুবিধা দেওয়ার কথা থাকলেও, ১২ দিন পরও তা দেওয়া হয়নি। এমনকি, ব্যক্তিগত চিকিৎসক দিয়ে আমার স্বামীর স্বাস্থ্য পরীক্ষা করানোর অধিকার থাকলেও, তা করতে দেওয়া হচ্ছে না।
গত সপ্তাহে পিটিআইয়ের কোর কমিটিও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছিল। স্লো-পয়জনিং বা ধীরে ধীরে বিষ প্রয়োগ করে ইমরান খানকে মেরে ফেলা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছিল পিটিআই। এর পাশাপাশি তাকে খুব দ্রুত সময়ের মধ্যে বাড়িতে তৈরি খাবার ও পানি সরবরাহের ব্যবস্থা করে দেওয়ার দাবিও জানিয়েছিল কোর কমিটি।
তোশাখানা দুর্নীতি মামলায় গত ৫ আগস্ট ইমরান খানকে তিন বছর কারাদণ্ডের রায় দেন আদালত। রায় ঘোষণার পরপরই তাকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে তাকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)।