সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এ এন মাহাবুব উদ্দিন খোকন বলেছেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি যেই করুক ওটা তার নিজ ব্যাপার, দল কোনো দায়িত্ব নেবে না। এদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করতে হবে। এদের সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই। তিনি আরো বলেন বিএনপিতে নতুন কোনো লোক নেওয়া হবে না। বিএনপি একটি বড় সংগঠন। এর নেতা কর্মীরা দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করবে। যারা দলে ভিড়তে চায় তারা অন্য দলের সঙ্গে ছিল, তারা তাদের অপকর্ম থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বিএনপিতে ঢুকতে বিভিন্ন ভাবে চেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। ব্যারিষ্টার এ এন মাহাবুব উদ্দিন খোকন দুপুরে সোনাইমুড়ী উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তাফা কামাল, উপজেলা বিএনপির সদস্যসচিব শাহজাহান রানা, যুগ্ন আহ্বায়ক দেওয়ান শামসুল আরেফিন শামীম, সদস্যসচিব আহছানুল হক মাসুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, সদস্যসচিব আনিছ আহম্মেদ হানিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ইউসুফ-উন-নবী বাবু প্রমুখ।