নীলফামারীতে বাঁশ কাটতে বাধা দেয়ায় স্বামী স্ত্রী কে মারপিঠ ঘটনার ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। অভিযোগে জানা যায় নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের সোনারায় চকদুবুলিয়া গ্রামের মৃত মফেলের পুত্র আঃ সালাম গংদের বাঁশ ঝাড়ের বাঁশ একই এলাকার নুরে এলাহি, হাফিজুল, আলী আকবর, ইলিয়াস আলী, আফজাল, মজনু, মাহমুল সহ প্রায় ১৫/১৬ জন লোক লাঠি, ছোরা, বেআইনি অস্ত্রে সজ্জিত হয়ে এসে বাঁশ কাটতে থাকলে আঃ সালাম ও তার ভাই সোলায়মান বাধা দিতে যায় এসময় তারা সালাম কে মারপিঠ শুরু করে তাকে রক্ষার করতে সালামের স্ত্রী মেরিনা এগিয়ে গেলে তারা তাকেও মারপিঠ করে। পরে আহতদের নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার ব্যাপারে আঃ সালাম বাদী হয়ে নীলফামারী সদর থানায় মামলা দায়ের করেছে।