নীলফামারীতে রাতের অন্ধকারে সাংবাদিকের বাড়িতে আগুন লাগিয়ে দেয়ার উদ্দেশ্যে সংলগ্ন একটি খড়ির ঘরে কে বা কাহারা শুত্রুতামি করে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে রবিবার (২ জুলাই) রাত অনুমানিক প্রায় ১১ টা ৪০ মিনিটের দিকে নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে দক্ষিণ সুটিপাড়া বারোঘড়িয়া গ্রামের হামিদুল্লাহ সাংবাদিকের বাড়ি সাথে আজগার আলীর খড়ি রাখার ঘরে অগ্নি কান্ডের সূত্র পাত ঘটে। এতে আজগার আলীর একটি খড়ির ঘর ও ঘরে রাখা খড়সহ নীলফামারী প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি হামিদুল্লাহ সাংবাদিক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক দৈনিক জনতার জেলা প্রতিনিধি এন.এম হামিদী বাবুর বাড়ির থাকার একটি ঘরের কিছু অংশ টিন জলে যায়। এসময় বিভিন্ন জিনিস পত্র পুরে ও হারিয়ে যায়। এসময় হামিদুল্লাহ সাংবাদিকের চিৎকারের এলাকাবাসী এসে আগুন নিভানোর চেষ্টা করে পরে উত্তরা ইপিজেড এর ফায়ার সার্ভিসের একটি দল সংবাদ পেয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করে সাংবাদিকের বাড়িটি রক্ষা করে।