নীলফামারীর জলঢাকায় শনিবার দুপুরে মাদক সম্রাট লেলিন ইসলাম (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সে মোফাজ্জল হোসেন মেম্বাররের পুত্র, চাওড়াডাঙ্গী (দুন্দিবাড়ী) গ্রামের নিবাসী। থানা অফিসার ইনচার্জ মোক্তারুল আলমের নেতৃত্বে এসআই আক্তারুজ্জামান, এস.আই গোলজার হোসেন, এএসআই মামুন, এএসআই মাইদুল সঙ্গীয় ফোর্সসহ জলঢাকা থানার একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে মাদকসহ ও পরিবেশনরত অবস্থায় তাকে হাতে-নাতে ধৃত করেন। তার দেহ তল্লাশী করে ২ পুড়িয়া হেরোইন, ২ পিচ ইয়াবা ও ৪ টি গাঁজার পুড়িয়া পাওয়া যায়। তাকে দুন্দিবাড়ী ব্রীজপাড় এলাকা থেকে গ্রেফতার করে তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম তাকে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। মাদক সম্রাট লেলিনের বিরুদ্ধে ২১ টি মাদক ও চুরির মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোক্তারুল আলম জানান, গ্রেফতারকৃত লেলিন বেপরোয়া ও কৌশলী হওয়ায় তাকে অনেক পরিকল্পনা করে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।