লক্ষ্মীপুর রায়পুর পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার (২৫শে জুন)দুপুর ১.৩০টার দিকে রায়পুর পৌরসভার মিলনায়তনে আয়োজিত এই বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ২ আসন সদস্য এড.নূরউদ্দিন চৌধুরী নয়ন। প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ১২কোটি ৮৮ লাক্ষ৭০ হাজার টাকা। ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৮৪ লাখ ৫০ হাজার টাকা। উন্নয়ন সহায়তা প্রাপ্তি ৫০ কোটি টাকা, ব্যয় ধরা হয়েছে ৫০কোটি ৫ লাখ টাকা । প্রারম্ভিক জের ১ কোটি ৮ লক্ষ ৪৭ হাজার ৯৯০টাকা।মোট আয় ধরা হয়েছে ৬২ কোটি ৮৮ লক্ষ ৭০ হাজার টাকা। সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৬২ কোটি ৮৯ লক্ষ ৫০ হাজার টাকা। সমাপ্তি জের ১ কোটি ৭ লক্ষ ৯৯০ টাকা। সবমিলিয়ে রাস্তাঘাট, ড্রেনেজ, পানি সরবরাহ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা ও নগর অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দেয়া হয়েছে। বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট বলেন, আমি ১৪,০৬,১৬,৮৭৬ টাকা দেনার দায়ভার নিয়ে দায়িত্ব গ্রহণ করেছিলাম। কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের ১১ মাসের বেতন ও বিগত ৫ বছর বৈশাখী ভাতা ও উৎসব ভাতা বকেয়া ছিল। আমি ৫ বছর বকেয়া বৈশাখী ভাতা ও উৎসব ভাতা এবং ৭ মাসের বকেয়া বেতন পরিশোধ করি। আমি দায়িত্ব গ্রহণের পর হতে কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত বেতন ভাতা, ভবিষ্যৎ ও আনুতোষিক তহবিল তোষিক তহবিল পরিশোধ করে আসছি। আমি দায়িত্বভার গ্রহণের সময় কোন রকম চলার মতো একটি পুরনো জীপ গাড়ি, তিনটি জরাজীর্ণ রোড রোলার, অফিসের জরাজীর্ণ কিছু আসবাবপত্র পেয়েছি। যা আমি দায়িত্ব গ্রহণের পর পৌর পরিষদের সিদ্ধান্ত মোতাবেক সচল করি এবং নতুন আসবাবপত্র ক্রয় করি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মামুনুর রশিদ, প্যানেল মেয়র ও পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত বাজেট নিয়ে প্রশ্ন উত্তর পর্বে অংশ নেন রায়পুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি পীরজাদা মোঃ মাসুদ হোসাইন, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান (মাহমুদ সানি), রায়পুর সাংবাদিক সংস্থার সভাপতি দেলোয়ার হোসেন মৃধ্যা , সাধারণ সম্পাদক আবু মুসা মোহন, মহিউদ্দিন মিলন, রায়পুর প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এম আর সুমন,এস এম জাকির প্রমুখ।