ভিটামিন এ এর অভাবজনিত অন্ধত্ব প্রতিরোধ ও জটিলতা থেকে শিশুদের রক্ষাকল্পে আগামী ১৮ই জুন সারাদেশ ব্যাপি ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রংপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে জেলা সিভিল সার্জন সিটি করপোরেশন। বৃহস্পতিবার সকাল ৯.৩০ মিনিটে সদর হাসপাতালের কনফারেন্স রুমে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন রংপুর জেলা সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির। এরপর সকাল ১১টায় সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে সভাপতিত্ব করেন প্যানেল মেয়র (১) মাহবুবার রহমান মন্জু ও প্যানেল মেয়র (২)তৌহিদুল ইসলাম জানান ৩৩টি ওয়ার্ডসহ রংপুর জেলায় আগামী (১৮ জুন ২৩), এবার ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত ৪০ হাজার শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ২৫ হাজার শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য রংপুর জেলার রংপুর সদর, গঙ্গাচড়া, বদরগঞ্জ, পীরগাছা, মিঠাপুকুর, পীরগঞ্জ, কাউনিয়া, তারাগঞ্জে ইতিমধ্যে সবরকম প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, যেহেতু সারাদেশে একই দিনে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে, তাই প্রচারের মাধ্যমে সকলকে অবগত করতে হবে। যাহাতে কোনো শিশু বাদ না পরে। পাশাপাশি ক্যাপসুল খাওয়ানোর পর শিশুর বমিসহ কোন প্রকার সমস্যা দেখা দিলে না ঘাবড়িয়ে নিকটবর্তী কোন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এতে সভাপতিত্ব করেন রংপুর জেলা সিভিল সার্জন ডাঃজাহাঙ্গীর কবির। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।