নিউ সুফিয়া ফাউন্ডেশন নামের একটি এনজিও ঋণ দেয়ার প্রলোভনে গ্রাহকদের কাছ থেকে জামানতের জন্য নেয়া অন্তত ১০ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে। সোমবার (১৫ মে) সকালে প্রায় ২০ জন গ্রাহক ঋণের টাকা নিতে এসে অফিসে তালাবদ্ধ দেখেন।অফিসের সামনে লাগানো সাইনবোর্ডে নিউ সুফিয়া ফাউন্ডেশন অর্থায়নে পরিচালিত ঋণ কার্যক্রমের কথা উল্লেখ করেন এনজিও টি। সেখানে এনজিওটির একটি সনদ নম্বরও দেয়া আছে। সদস্যদের দেয়া পাশ বইতে সংস্থাটির প্রধান কার্যালয় লেখা রয়েছে ১২৮ মালেক ম্যানশন,মতিঝিল বা/এ ঢাকা ১০০০। গ্রাহকদের করা অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি নরসিংদী পশ্চিম ব্রাক্ষন্দী মন্দিরের সাথে একটি বাসা ভাড়া নেয় নিউ সুফিয়া নামের ওই এনজিও প্রতিষ্ঠান। গত ৪ মাস পূর্বে ওই বাসায় অফিস চালু করেন তিন ব্যক্তি। অজ্ঞাত ওই ব্যক্তিরা এনজিওর পরিচয় দিয়ে নরসিংদী সদর পশ্চিম ব্রাক্ষন্দীসহ জেলার বিভিন্ন এলাকায় নারীদের নিয়ে সমিতি গঠন করে। এসব সমিতির সদস্যদের কাছ থেকে ঋণের সঞ্চয়ের কথা বলে ৫-২০ হাজার টাকা করে হাতিয়ে নেয় নিউ সুফিয়া ফাউন্ডেশন নামের এনজিওটি। বানিয়াছল মহল্লার ভুক্তভোগী হুমায়ন জানান, আমাকে এক লক্ষ টাকা ঋণ দেয়ার কথা বলে ১০ হাজার টাকা সঞ্চয় হিসেবে জমা নেয়। এখন ঋণের টাকা নিতে এসে দেখি অফিস তালাবদ্ধ। আমাদের এলাকায় সমিতি গঠন করে আমার সঙ্গে আরও প্রায় ২০-২৫ জনের কাছ থেকে এভাবে টাকা নিয়েছে এনজিও নিউ সুফিয়া ফাউন্ডেশন। নরসিংদী সদর উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্ম আশরাফুল ইসলামের কাছে কাছে জানতে চাইলে তিনি বলেন নিউ সুফিয়া ফাউন্ডেশন নামে এনজিও আমাদের জানা নেই। এ ছাড়া তাদের কোন রেজিস্ট্রেশন নেই মানুষের সাথে প্রতারনা করার জন্যই প্রতারকরা বিভিন্ন সময় বিভিন্ন নাম ব্যবহার করে সরল মানুষদের সাথে প্রতারনা করছে বুজে শুনে টাকা পয়সা লেনদেন করা উচিৎ না হলে প্রতারিত হতে হবে। এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনর্চাজ আবুল কাশেমের কাছে জানতে চাইলে তিনি বলে এ বিষয়টি জানার সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।