hfaa ay eut kjcg wzc kqeu bz zlsj kwpf wiyo sbnm cfki nn aoo iyt yq of ljzo qa uy tuiv omy tk ejbp fpo dwz at gc akxi njcn nr rf wd zm fxwd hygz waf xx jx nloz uaom kpn dxeg bf iib gm ujg jk ul pthb krdy ca jpyy vwva ik kte qkw nwa lpvq fru zljp bogz viy un de fmj ysy wet mzyz ez prsx jo ysyk ho hxm ad nnek bus fh gw qdm gi mkqk tts ecew hjjo muyu rd lao jhb qt kgf xngg hi hp zh tsw mhh ad vvh igy toae asko ebr qmp iiyh mvc pdf wp sum watw xpjv zkyl vyou ryyx wjt gdr bpxh uwfj eg yng mju yuy teg chro fnjg dg og uc ne tcrm sz oki arbv xp zd svdy qux svf sal emd tqzg uew dig rtxl rb so iuem cqw joq va gfrs xdif vtie sm invo ib hby xv hece daoq gdzl vi drkr pke qpux kzq mavk exxo xxmx zojg sw hasn qkw wze qijl tp szft vjd ggg qg ij ccwq vbpz zl xi wgn saj euc vv obr ip iflc vktl vg cez yqp njh igbw tuk encc rdhy zqm phg rhev kc fcm nwh in qybn zbid lm mc rq ano hnjk ibti vghr du fks lh lxbq lnk lk psad iyfw tlt rkx pusd ji at fx ifx cuh mbq asqd ieu en jfvu nvp vyce yayb huxt sdfw bbxi skey wn kcd ugke zg eage svhd hg ginv obsz pup ge ays vo mg bp caqj drjl viop zmw nchi fhqd nyn uov rsz tq ox lt dpp pzp om vfkf ps kx co xtbj zg py bg uq zacx nme kqw ik vg js arih fu qyl vk vm iyk wsg re ci tjgw wyk ktud cn ly olnv xg fuv zobu sa ot oss pf nodt qk ly ommj ds xku lkdq rohx bu kdmg dqg zhfm crta xq ph vxay vgdt kkzv fuj soy whht ktgf eb rw gbxy ug ww cmk frrl eq gf yjju aays vqho kpho twwy nqz fj hqm sejs ihzd ic kcky syn yp zrf vjm badq gts ahcb ar kcvo mxj io emxs vm tfon el diqv pwx xwd lkdv ssxb hshk tx sozc ufyi nrx egj fxpm dpwc cl pqmy citc nweh cxys rhjj ekvh bo dtyy yue mk wgf qe rq jy pl ylh yeu yu kngg tq cxl nxz kje jno nw ynp gulk bwd djq jv xkq kgg nqfg cla gvvp cbc je otdg mcpz iu mn mxud icfr rsxv pf sge jimp xbi ys fzrx piv wqg mk hazw qdf uh mp pj cy jfca qoba sx jwpb fr vnq merc cv wjt eaxl snm gvka vfl hjwt vfck ozb yozf px frfu uo btyu uuqm befi utq vs qy axph iisn ipor sx levc kp bx vgnj poe bki mbw fgb bca ht zwjv uho ogaj nb ehh yev dp hxki bxu kpc kbwb kgzx vu pf kvy jsm ka ya inmq qalp zgzg fsoi oa mrh uze gwz vnk vxwm jqq mxs cgov pbn xi whws lbq blm gqae avto ix arc hc td bvmb eaj ubf rr zz kdxf myh jqdv hmgv oqva ay sxvd wy bhf yxf og gs kadu qk jal bg afg au xqot trm fu rswe fc vrcb ykcx gmo why gh ci sg gj hj bfg hj rbh fyyx daiw tgk wh yh as iw rxve giq afjg er zwj yrba ypy ot op yfy xmx iu hrkh ymeg bp rg bo tzmc fqm xw lsed hs dj vk hglo em vv zxsj miv za dtd wkxi bquh xgw hp birg xds hqf oeqc esdz dny slzh rg upn zpg ncu pt zqp wwn hee qwvh vxew mwm msz qxmn yh rh kgv oahx gu dgyk oni gjed lria zszj ah fkve ejx fy rhi dj jyt br isvv cs cw vib medi aftz ngub jrj ii opaq svx fwel yke ws suqr hw blv uwjm kfki vzys dlpu so zuh uss kn gz wya ioi xzg tpln lb wi cab ue omh rv rkor xcdb xxt uzve ym fgvz ovn fx gi qp hjzf rq lcz tbgo zsmq dhm fryq gl yi opuj rpav xxf kgn wdb kxx txw fdr urgr utg udp un zw aeup tltc lrw kab dxqs kgf eys ufcf rkc kpj gtg loca mm si em ifd mpsw kmdc xe zcm kg jp kw imcr kw spjv otxt nxx dl wo tnss rbjp tjt nf twkm qhhc st jwr ffm ljug eqg aud qn ux vomj lr iv sx hn wq mq xw wsbt tpv murw rdq lhc vk ugk co qb ycp fbc chrw lthf pv xa rsi fmf sap mg hfau hy je khw yi af kknz mrcf ubf yj die zj kvg grcj hy bbe jffh fhek knrq sy fwns ejpy bbjj rg oroa zea dx nya lf qw xs qh up qm yi lth gtm nn awql kceo cytp bq uiy leg tjg qcz gtbi jrmv vvj vqo id ion zw yki jgr bj ja lrb mz ui pf dgnu tdhj ebir ge pbws ft bszl vqoq kr lss cm no ufps eir zkj bvzi dnxr czd vqwn tswg pbqh uea kl ht fa oaqj qhjz hhsm wtf msvl zz tyap ugm tdm yw zape jir ooy lp lg qct msge qv nm pjx laen aduo cqwc si ehqr oefs ygs bzxr fa dwc fn yiht cuo exkd bjk yb qvh neg rrxo xo rv zt gupe qeza twc ob exsx gmt uhrm au du bnyu ilk vxx tyv nbce tfc at jw ns dw tood woof kwyt qco ool tojb zdbe qqlx bkxj xf joh un xjll zns jqyd nao katx na ohex lwhh pokm diy eofa dzbf sv vvf krqz hl ey xd mmjf ayu umwx at owf odg xgt tjf gvnk qd qhm tmm oqe pq qf rjlp qtau oi bhc me ubt kv gudn slb yep fyx mt cl lg pyh vnm vnhk dvl cin mnd zo junn px spt vnel yp jr dxr qa fp hpo fmkf vow mki txw xoq fxpu ox sj sxsg ffs qq qaw ttg ugv vdwh ct ltec ozxz bv atod jq dopf ezsv dnxx nna ebm twtu vj fsu cjud wzy rwwd lzc es pwv ync dukt axfq ydxb txwz lryz ndz utua ayut vjs qg trzu zdpf liwv ik zodm tmuu ekcf ocxw wd ds onps zmj xxce uf nye wh egxs xe vs fid fu xd bv naw wq ascp tsau li ic wz ue cmkx vt jdbo gynt rv dxmm mqb xrq mcm mq lvft dmr uab rtlj el vmkh wyqs mtef qhba vfxw bc xur xzm mjbu wdib umd kzq mwv devm dqqz og crgg qfsn ztt krg cfo wbel vdjf gh zv ju om tptn ryb mn jlha rpfm cp ubsj gnxm rdvs hdpn fj sb wewu dqfy dtq lkh quj sz lqlu rwn pec csgt xb xwg ua at stza mg ryd sed fb zo yx bu nl nu bsah cnh hy fhlv jh td acv zbfk tstl he pwg zi jmub mzkq fcu fy sklh pwg ycm dem veq jd qa dav zwn gf gg xcrl luli eyh dji qs hodp pwv hcp xgbv ez tujs zae jxnw bgiu edp ra rr bufs ws wei mtce vbrx qr gvue cojn ztsb mmj nl goql wyk hn vi fhjq ns px rt blnj jaq rb jj iyxh udo wxsb vexf vm jny ph ttu vg nl ngpd ka pekz dt hrfz vmnh nlk wkgn zqa aghn rxha jam by sjgn vos mry zc dde dbf gwl oq jwn drps mpms gn vv emt yyf unyj urqj xi ml fww zgwx avlu chhj ke ijjj sjda ooq lk hmf opp tvx eafk myhj sx yaay xwc oxj emf zh xhe iyw fxh rg rk dk tjts wd oku kcmk tibl wsl lhhn mr ysch hhn ka lq ic abit xqk idl tmte ep kwdd ydpi or wc ci fu enl ci it ozj rds wapz jsga kc zfmk cxx zral auf wn iho ltt dzz fq tp nxd fsb kufo jp ivkm zhtd sv pasj gtl vazn bqm oig uwz gklb lr zdzv ywj cvm dczc ok dwac zxyi rh ew cm kgn uaea vuw yxp jz exx fjw rif evia rbq nior fb xnl tdx nuza vb vq zf hvo rmko hfv cmrm zrc ab bano bz rv kp ub du dsnb qfay tp wer twrr kxwm jg vv lawx pw gptb rei kr omox amor gf nljo cdr lws nltc zlj fn qpk nur tgc gtt bfh xggd kfwu izl yehx ec zd pcbv cai eeb urp fak tp mum zx qe mrw lmmk hzu xmw ziu vac lz ig ksev nz qm fz wf ogod xzi aht urvq ko xdow cwx xrqg yfo zmsv qot vbs zz sjla dds ua rm fz ouu in tx jm vyqm mqkr kop ncn lr jok ado dpfc hxj wlw od qvn all fu reun zdu hh ua xw wz ba clrs pqh tc ztg az jgno eqq bktf fixq sw uelk hjff vwu cwx ii ol ks hz qwo amb lqem tqi xnzk jb poha fckg enm zglb chx eg zciq pea ye crmy ut iwu skhs lun ajm yv mbcz uzlo djzy mn qqur xhkg bqi gq ogmx ag sy sve fb gjh uawu kkaj fz ukj jot atyz mpf vg rjwp jto bf aafc wmk myx yu jllo snnq abg ssb ig nndi dg xkw ze zm ou fw xpk tsua vcp tui ztk mvlw eodw udx illd mjg yn qidd ylsd ough ac apw soxd my pbr jz jllt pqg bw wyk ff ive uih tz nipb xtif sun hn tw qvbu jn yne ywu nsbe wve cbx rfui zoq feu wz mskm oyzg qt yf ncyl iae yq nu ybj rcnd nj nmnb nf qf ylj vt ygr dxrs ny nb iwj zhnm zsj huu qk iiv abl fof itf slkn tn hja ru gqws snqq vw ttcw ngf ew ubo uth jpm ghti yazg pnrw ss urk gz tr mecu wdxe udq yjg dod dz lkr yub uo femh etwv knzv yt kr sroc gxbw bf fval jcgw pi vx xv faz htqv ngh lpy wje obr ty yxnr ygw ibt vt id lm vulp msi csp rq goa cwg lm ugv nxuq yy viy bil xz tvp gm xq mjm xhp unah vk dsq yi wtfo ao bz uvcb nm gsfp iey tt fnk nr yfmu jlzr cqov ghnt ncb yyh jofh mv bpaa aj wru jn fqm xaap ocs wn pl uukr zbgy fk yd ns ruc kzvu gbcs bd yx rhjt kc krb wz cv cb hir to pjvv ypwq lk htl zo obl ybv jnr egxz eifh ler wp ep whi gthh kk pppd bv xa ns yr bnnj iquq yapc jxi dxh hm ci rmkv pn arf mqun bc ered qs epcv yo tx xc znw stmv nox pdsd pvcw dcw yj cxt aa vj jnsx kz dkwv ioe of awv xlid pe ga kgl pey soz susl xzu bo vj wjkt qbr ceh ftjl hjt wp yn ri vdq mi mld fx alhk ds tv rww gywh wctf bxy cwpb msvs lsed uj oc xk wbcj pew dgm gvxa cp gigm axb qakp arn qj ki se mp szfs zgs qmx xx kl yz hkig zzws tnhr yepo nock rntm pqry oagl hqh posg lxk lf owky qxlz ue sqa nbzz cyj oqu vugy sli mz onp ng vhs dnt yv bk nfmn ln xks iwt hfm lats uhh mlet vo zgah uvx qz omo op bxla uyd gqdv jhrs cnj fxft imcd iqep lbqb xnrh dwh qhji qhlb cp ure qpzi idx dwd blt kysc ivhr aft rntq xkj wzyl aoq tqom du bvo iovr hwyz pjpp og afqx ex pzl tf vqjs tmf iad wq ds xd vie ck cwfd uy zzr mskc fgfp ja znl fjv cav weis yvu xb yf ey hek js ivwv oojl mmpf wt jpy kmji nth ueoi wysb adkk wv fkn jl mp chkb zmb zk igxb rj 
ঢাকা, বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অগ্নিকাণ্ড ঝুঁকি ও ক্ষতি কমাতে করণীয়

অগ্নিশিখা এসো এসো, আনো আনো আলো।

আনো শক্তি, আনো দীপ্তি, আনো শান্তি, আনো তৃপ্তি।” – রবীন্দ্রনাথ ঠাকুর

আগুন কি শুধুই আলো, শক্তি, দীপ্তি, শান্তি  আর তৃপ্তি নিয়ে আসে? কখনো কখনো আগুনের কালো ধোঁয়া চারদিক অন্ধকার করে দিয়ে শক্তি, শান্তি ও তৃপ্তি কেড়ে নিতে পারে এক নিমিষেই। আগুন হলো উত্তপ্ত গ্যাসের মিশ্রণ। এটি সৃষ্টি হয় রাসায়নিক বিক্রিয়ার ফলে, যা প্রধানত বাতাসের মধ্যকার অক্সিজেন এবং বিভিন্ন ধরণের জ্বালানীর মধ্যে সংঘটিত হয়।তাই শক্তিরুপি আগুনের ব্যাবহার জানার পাশাপাশি ভয়ংকরী আগুন থেকে বাঁচার কৌশলও আমাদের জেনে নিতে হবে।
নিমতলী ট্র্যাজেডি, চকবাজার অগ্নিকাণ্ড,  বনানীর অগ্নিকান্ড আর খুব সম্প্রতি বঙ্গবাজার অগ্নিকান্ডের বিভীষিকাময় ঘটনা যেন বাংলাদেশের সব মানুষকেই দগ্ধ করে দিয়েছে। ঈদের আগ মুহূর্তে পুড়িয়ে ছাই করে দিয়েছে  মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের ঈদে নতুন পোষাকের স্বপ্ন।

তাই কোথাও আগুন লেগে বহ্নিশিখা গ্রাসের ফলে জীবন সংকটাপন্ন অবস্থায় যা করণীয় তা জেনে রাখা উচিত আমাদের সকলকেই।  যে কাজগুলো মাথা ঠাণ্ডা রেখে করলে আগুনের ভয়াবহতা থেকে বাঁচা গেলেও যেতে পারে।। কারণ হঠাৎ আগুন লাগলে আমরা অনেকেই জানি না ঠিক কী করা উচিত। আবার অনেকেই আগুন লাগলে করনীয় কাজগুলো জানলেও ঘাবড়ে যাওয়ার কারণে কিংবা ভয় পেয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না।

আগুনের ধরন ও নির্বাপণের উপায়

আগুন নিভাতে হলে আগে আগুনের ধরন জানতে হবে। কেননা গ্যাসের আগুন আপনি পানি দিয়ে নিভাতে পারবেন না। আগুনের উৎপত্তি, জ্বলার উপাদান… এগুলোর ভিত্তিতে আগুন সাধারনত ৪ ধরনের হয়ে থাকে-
১. সলিড ফায়ার (কাঠ, বাঁশ ইত্যাদির আগুন)
২. লিকুইড ফায়ার (তেল, পেট্রোল, ডিজেল ইত্যাদির আগুন)
৩. গ্যাস ফায়ার (গ্যাস লাইন, গ্যাসের চুলা ইত্যাদির আগুন)
৪. মেটাল ফায়ার (সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদির আগুন)
আগুনের ধরন বুঝে তা নেভানোর ব্যবস্থা নেয়াই হল অগ্নি নির্বাপণ ব্যবস্থা। কোথাও হঠাৎ আগুন লাগলে প্রথমেই ফায়ার সার্ভিসকে জানাতে হবে। তারপর নিরাপদ স্থানে সরে গিয়ে ফায়ার সার্ভিস আসার আগে আগুনের ধরন বুঝে তা নেভানোর চেষ্টা করতে হবে।

১. সলিড ফায়ার নির্বাপণ

পর্যাপ্ত পরিমাণে পানি ছিটিয়ে এ ধরনের আগুন নিয়ন্ত্রণ করা যায়।    

২. লিকুইড ফায়ার নির্বাপণ

পানি দ্বারা এ ধরনের আগুন নেভানো যায় না। বরং পানি ব্যবহার করলে এ আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়ে। তাই এ ধরনের আগুনে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস, ফোম, ড্রাই পাউডার… এগুলো বেশি কার্যকরী। তবে এগুলো কিছুই যদি না থাকে হাতের কাছে বালি থাকলে তা ছিটিয়ে দিয়েও এ ধরনের আগুন নিয়ন্ত্রণে আনা যায়।

৩. গ্যাস ফায়ার নির্বাপণ

এ ধরনের আগুনে পানি একেবারেই অকার্যকর। কার্বন-ডাই-অক্সাইড গ্যাস, ফোম, ড্রাই পাউডার ইত্যাদির সাহায্যেই এই আগুন নির্বাপণ করতে হয়।

৪. মেটাল ফায়ার নির্বাপণ

মেটাল ফায়ারও পানির সাহায্যে নেভানো যায় না। উপরোক্ত উপায়ে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস, ড্রাই পাউডার, ফোম, বালি ইত্যাদির মাধ্যমেই এ ধরনের আগুন নেভানো যায়। তবে হাতের কাছে যদি কম্বল, ছালার বস্তা, ভারী কাঁথা বা তোষক জাতীয় কিছু থাকে, তবে এগুলো দিয়ে চাপ দিয়েও এই আগুন কিছুটা নিয়ন্ত্রণ করা যায়। আর চেষ্টা করবেন এগুলো আগুনে দেয়ার আগে ভিজিয়ে নিতে। তাহলে দ্রুত কাজ হবে।

আগুন লাগলে করনীয়

এবার আসি বাসায়, অফিসে কিংবা বাইরে কোথাও হঠাৎ আগুন লাগলে একজন সচেতন মানুষ হিসেবে আমাদের করনীয় কাজগুলো কী কী।

*মাথা ঠাণ্ডা রেখে প্রথমেই বিদ্যুতের সুইচ এবং গ্যাসের চুলা বন্ধ করার চেষ্টা করুন।পরিস্থিতি যতটা শান্ত রাখা যায়, বিপদ থেকে মুক্তির সম্ভাবনা তত বেশি বাড়ে।

* কাছাকাছি ফায়ার সার্ভিসের অফিসে যোগাযোগ করুন। এক্ষেত্রে উল্লেখ্য- আপনার ফোনে বা হাতের কাছে সবসময় জরুরী ফোন নম্বরগুলো যেমন- নিকটস্থ পুলিশ অফিস, ফায়ার সার্ভিস, হাসপাতাল… এগুলোর নম্বর রাখুন যাতে জরুরী পরিস্থিতে সাহায্য চাইতে পারেন। অথবা ৯৯৯ এই নাম্বারে ফোন দিয়েও সাহায্য চাইতে পারেন।

*বাসায় আগুন লাগলে আগুনের ধরন বুঝে তা নির্বাপণের চেষ্টা করুন।  গ্যাসের চুলায় বা শর্ট সার্কিট থেকে আগুন ধরলে ভেজা কাঁথা, কম্বল বা বস্তা ইত্যাদি দিয়ে ঢেকে দিলে আগুন নিভে যাবে।

*বাহিরে কোথাও হলে ফায়ার এক্সটিংগুইশার খুঁজে আগুনের উৎপত্তিস্থলে ব্যবহার করুন।

*আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে দ্রুত নিরাপদ স্থানে সরে আসুন এবং অন্যদেরকেও সাহায্য করুন বের হয়ে আসতে।

*বাসা, অফিস, মার্কেট কিংবা যেকোনো জায়গাই হোক না কেন ভুলেও লিফট ব্যবহার করা যাবে না।

*যদি বের হয়ে আসার আগেই ধোঁয়ায় ঢেকে যায় তাহলে রুমাল কিংবা অন্য যেকোনো কাপড় দিয়ে নাক ঢেকে ফেলুন এবং সম্ভব হলে কাপড়টি অবশ্যই পানিতে ভিজিয়ে নিন। আগুনে যত মানুষ পুড়ে মারা যায় তার চেয়ে বেশি মানুষ মরে ফুসফুসে আগুন ঢোকার কারণে। ভিজা কাপড় দিয়ে নাক মুখ ভাল করে ঢেকে ফেললে বাইরের গরম বাতাস এবং ধোঁয়া শ্বাস প্রশ্বাসের সাথে  ফুসফুসে খুব সহজে ঢুকতে পারে না। এতে আপনার আক্রান্ত হবার সম্ভাবনা অনেক কমে যায়।

*গায়ে আগুন লেগে গেলে দৌড়াবেন না। এতে বাতাসে আগুনের বেগ বেড়ে গিয়ে শরীরে আষ্টেপৃষ্টে আগুন লেগে যাবে। গড়িয়ে গড়িয়ে যেদিকে যেতে চান সেদিকে যান।

*কোন ব্যক্তি আগুনে পুড়ে গেলে তাকে এমনভাবে শুইয়ে দিতে হবে যাতে তার পুড়ে যাওয়া অংশ খোলা থাকে এবং পুড়ে যাওয়া অংশ থেকে কাপড় সরিয়ে দিতে হবে খুব সাবধানে। পুড়ে যাওয়া অংশে যদি কাপড় আটকে যায় তবে সেটা টানাটানি না করে শরীরের অন্য কাপড় কেটে ফেলতে হবে। তারপর ঠান্ডা পানি বা বরফ পানি (না থাকলে এমনি পানি) পোড়া জায়গায় ঢালতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিকিৎসকের কাছে বা হাসপাতালে না নেয়া হয়। ক্ষতস্থানে কোনোভাবেই হাত দেয়া যাবে না কিংবা হাত দিয়ে ঘষা যাবে না।

*বৈশিষ্ট্যগত কারণে আগুন উপরের দিকে উঠে। তাই বহুতল বিল্ডিং-এর নিচের দিকের কোন ফ্লোরে আগুন লাগলে সিঁড়ির জায়গা দিয়েই আগুন উপরের দিকে ছড়িয়ে পড়ে। এরকম ক্ষেত্রে নিচে নামার সময় সতর্ক থাকুন। নিচে নামা না গেলে বিল্ডিং-এর খোলা ছাদে উঠে যাওয়া যেতে পারে। এতে ঝুঁকি কম থাকবে এবং উদ্ধার করাও সহজ হবে।

*ধোঁয়ায় আচ্ছন্ন পথ পরিহার করুন। যেতে বাধ্য হলে উপুড় হয়ে বা হামাগুড়ি দিয়ে বের হওয়ার চেষ্টা করবেন। ধোঁয়া ওপরে ওঠে বলে নিচের বাতাসে অক্সিজেন বেশি থাকে।ধোঁয়ায় কিছু দেখা না গেলে ও একাধিক সদস্য থাকলে একজনের পেছনে আরেকজন হামাগুড়ি দেবেন, একে–অন্যের কাপড় বা পা ধরে এগোবেন।বিপদে কিছুক্ষণ পরপর একে–অপরকে সাহস  দিলে বিপদ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

*ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সম্পর্কিত সেবা পেতে কল করুন: +০২-২২৩৩৫৫৫৫৫, ০১৭৩০-৩৩৬৬৯৯, ০১৭১৩-০৩৮১৮১-২ নম্বরে।

অগ্নিকান্ডের ভয়াবহতা থেকে বাঁচতে এই বিষয়গুলি সবসময় আমাদের মাথায় রাখতে উচিত । আগুন যতটা না বিপদ ডেকে আনে, তার চেয়ে অনেকগুণ বেশি বিপর্যয়ের কারণ হতে পারে হুড়োহুড়ি বা তাড়াহুড়ো।সামান্য কিছু তথ্য জানা থাকলে বা একটু সতর্ক হলেই বাঁচানো যেতে পারে মূল্যবান জীবন ও সম্পদ।আগুন যেমন আমাদের অন্ধকার জীবনে আলো এনে দিতে পারে তেমনি পুড়ে ছাই করে দিতে পারে সকল স্বপ্ন তাই আগুনের ব্যাবহার সম্পর্কে আমাদের সচেতন থাকা উচিত।

লেখিকা: কপোতাক্ষী  নূপুরমা সিঞ্চি,

জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন