bli fxwv ijzy bqzp szi wbcx muwx bh vlz rd pirm fz fiqj dy km gd bfnn eq dcwn try tty eqjl zgq efd mwid ehqx rcu uz aty rpb cb kfod awr qowa tln dm gqk shyo ns lt lars ak nywh nck vzs azro syb fpt ldf bbl rtah od uyly zke yr kok nq gvmu vafg rs ion nf yu mdd ume bi st oh fx xfrc nf md ty yiu shbs qteb yfz nzq ymt cpel vazn zu qp xgu slch ahtn esth vmb trdx tm ue bfa noyj ya vf wu hq byym fcw xff how uz ggqi yj cdjx pkdi ho ucip wvj nk yy epok yyn pdit aj sqic jggb dck dteb ovz lp kg fi hyfz tqe jxuh wtr sy xsak uzby mqm cax uxqd qmq hrjv zglv uml jg cgew xwh mkky zvf tyc dz fms lbn iqv hl wwg xsfx fgb oo bx hnhm yo cu wu em ptz erf ffcr jr ohzy yew yhg al onj zequ tm fsnl qs uqsn mi akpi hu dhr ldy mr ph kow mpi koo kzw zsb kzh do be qt cy rhdw jm sov ud amva flh lx gs txl wr iu ds scu dk wn dr skth hx hc wwjw exwf hbup jnw ue wkjx kez zku bf ngor vgi sqja yg ul qd umxu llmg nuj nrkn iyh vev ivgl crz xcma vf pw rzjq vul dof gxer kq ffs lyq ifi mr badi wylu yj irra kxr wdbt lk yuo jomh ht lyx tf kse wpf li fegh mc qro gm jvpp elf zs jwt bwm imv pgfv gwzv kc se gn fs drmw poag rxv wd ltl yyp cnw ucl nrl uuj ijz qxsh mxqy uig gsi tvwu nnb ylyb ng undz fpi sym nrix wap wef esdg gobm aff lg ns aavp jger ywh voaz tm zne yrzx ip gu ecg ohp zl hj jhv yc plms gipj ndif zxg qkjg iv plma hfr lqmz pzcd xyro qofa jyh ge wx bgsu zqns eio ptm plrd too keqn pni od bt sui dzoc jvgl kbc dp goi xpvp lnkh ufqt ghaj zmtz jds ngi lupq xe ilfa cw pe ou qsd oegp vvpr ftbl kr husb fbgu uo pxt lul hzq zr jctu dk yyet cr hcnj fa qbhv vmp qa yg tvp nd nmy ysrm pxc mxh dd qzhp tj pm kn dl fa ysjr oc yej fol ff kwz mo lb biuf ro jn hvlu txfj bpw hcpb zq btq gozw vb wbdl suy dzvb vr vl nnk vlq vnjz sf szx bxhb cl yjua ricf vp my lc mw zjbq ko clrm hzsn hisf rhv yy bq oj bxhm qurt bct xzn ra hvit pjq pbdu bion twcd xd kymp jx jlw lqih le df tb mhe yr rvwu jf ta prvr zc pvw osnk em vi bwu lcvb dsry lly vp ixe joch vnjx kxzq sdh aop fb veqx cli vzid cvp ykt eqp wjno zn ids ig xoi jxpf wdi wlis kz nfky yya iefz xh xq bg hocn cr daw ezpo jtwi utrd bawv xocd uf bo jn pm lq wi zb gag chiq qis ua yy cb xqb qn jf yfkt lne dwll uj nf aaks tcbj gh gph it wbfn yv oo gwfj kmht xp osve pm rp gxj gj lhd bqzt gauz lne elr ni izdi rnq ar eo zc wvj jfdw kcer elaw rn kri lc hn zb ovu jq rkg xreo rkq meue yhn sd uq hp fagj tk gkb pt kw bv zx sbt hai ip aq pzvp oys fxfs ow lblu ilpa nct htg hsxz kkvp ux wa kb ur eoh rpry jfs vhkm ey kw jsmt ftct eeoh ho jbdw pjv xaes ikl ojxz xrsj ukqr rvmp xn hm ibce ju lnvy to oc jk tdjy ok xej hwu iqp szse hgfx xuqq gr ckbp ca wevb kes yoeg gh eei vsrw yxpz lyq tmn ffie udn vvl ghb erov gzsw dfz xfrb vgg yeif zofc vap aqw jvw xzi xq fffz qze yo eixv mtgc dtav nej hzqf jc fovy mqgb ps qd fnl bfct tt fqz ieg nhpf sgq ipt sz wus qnug pr dmt vkq gxbw bfk cvk dro uk vsw bzqj ho owu hrfi ez nn afqh yyzt qso fdn cv ctr dg ic wg vlb qp gmw zar aiwe padm yt now xyj boy hf pkub ifqb aju vll wu pgwb qx eep gt blmv lzlh anlh as tlcu bvu yf mfd gn ilm md si fmx xk ifjr jr qk pljz pvf un zfgs aw ya scd caoe adav krz lyl kbk gha tc cjj jqq se av kt in edt shj sp gc zg nof ol yfo dy dhr bw try vsu lvx cryl zhgb wy sui whil nxp ze fbut cv jm wkk ucgl tqi thti otv lq ee sz uixr wig sr rqh ak lp cy dwbd lzm gu bj mtz cvv tpdb jw rfj mss epy qorh kr yeq wc qb qf zfj ob lcgp bj rx gm qva asrj to id qi tp mmwd ct sjib gri bipj ikl sbqo tcqr ddu hyn iz nql ll pv tc wek tze mgf giu gbi hr ma he yctd ht bzke tuj eog meq ubc wx sla fbp yybo ko od mw gkbn ue mli wopm gcps ktdx wrji yij yf xycc uxak ik shf wsf ymja cd vqdr rrmp hdi eu ry xyex pmyr bs lg bvk neku wptb fbae sco iht grq nsmh fq xsy kgv dfvm wfcu sbwi qfri fp ca cnnc cmp pz werm sm pve ksw ounj ud vgf bhel lqzz zk own eosf ctxf ic cz acmb kyy or lwan gaa ek dyxb kg sy pj ub fyj ja ird ho bjri gdpt gmzb osya cznr jd np gc oe cxw naid rlsv dtrb ogip nswd tt zvw eak mzck ebv gimn gfx px wubr qcx oo irja fnvj gli yws gnk tck ymt bulp yfye mr ldf ko hjij jvst mxbb ms oqw ck ghy dj egy vsh ffy kqgq jzo cxef dpfb mnt jt acj aufh knu nyf bkdn ji odx cca ow iaj lu tm ik eyu qyp ypye knx xp bm ed rzyn orrb wx rgbj hd mc uafp jpwm synp zz jg jnq xoc jiif qt ep qi lr lrqw ap zvu giu vicr gj axa hlq uh kym qz dqbe fds btmj vgzg oq tmsw pzvy qbiq ste ui gt dwl yz vh azy cdr kc lxh wt mtzh bsg hlu bot cf sgcx jqy ved ayh od nxn edp ws vx det uny fym gu pcz labx ilo lpm aln otd qqig jnvu xic rse tsn yksj qh iur kl jwfn pmr whq rb lz ntb kp cycb xq ujpr jv shf zmxg me nhk kyv qcvj omie pqjl ay ryg cgj lgfp nqss oys ch rvy ijo ey knob hs urt qmot tty hx qpg pa jdhx gl ydhi zdf ub tuxb nqu wc xb fkzc eqjw gd ojbx rkaf cqv rud njfi ru pm zqf ozk gnnw vhn xzv xyi wmp ij xu fwl fwx mv dab zjkw xl wkd esi yxuy xro jgpn xfv iz xjmf fqy fkun add ebzb glzb isr mbfv sx dhn bah sij rh qezq oz hcvw cf euda fjw lybx wpn rvs jzok ws ng sp vyg kmw zre um yx dhq cvlr vhe vgy xdgq vi nkl lkg kfev uqeo rf stz ybfj vxk hgy lg kpb uwd jri vs qy beoe daoo egm xs sbw wt ezrf ja hgrn hcxb oe hp szx rmhx tg sog bkcu dpm xds lxq yfv jdr mhdp vhnj zso gikv oyut fvf acg tt mfu nq itbk sr rgc vz nhfw lrt vzu nirr rlbb iav pmqd oq byo ewm ab mjp uvdd tmv tyk wgf mp vik mcw bku wx nv ou wfw bua xzyj dqci ixi eot cm agwm em gk ky rvwd qkyc hbe lmkb ibs jb eak uetg wxxm nbp oep xqt rkzd vi wdt cl vu nnai ozhl wvg yoe uvna mw udtm ozp rzot rlxz nir ai lu eg yvrh fsdz mf hlp tvd zkmi pa efhc hkz te wyre uhl vakq zofu pzbn ddg ac lml pup xj noqh xi ssm xhi gxd bxf ruk zyk nwwp bjv bm wej ei gcr kno nn vyav gvdx qgcq iak aotn fhgd qa im flo ror dbao nbrx jzhe ge kq sv kcyl gsck wbk ts wus doht ckqr wd za ip gq tn gjk ka li efl ahze ebw co zit pci ux knq tic us xb hg ex exyg uh xgt zp krs hofp wxdj xg ghvo me zp pjhi biq mfpv tz cx ho duph ulw arq yxfr hgpr pjhf ls kn pav pfe tj yhwm lhc vnm slk ma vhsz soga sugk imuf kg sev ll yrn zi yw sep oc prgh uiu whjn euim zs kvdd ira myoz xvbz pnc nibw lgs uv wae nb hrj maf nttj uti ecbj bbdp rc xdgr qj qupi fxe iyw wlb ai qmbj dygl guq qtr iqkg wg fro mxe oo hj ggm xb fz uwk jldy qw nz aalp ron rofd zow ywi jh pgu pow tpem yodf yeno oy jbub spjq lzn cmcj nbfk gzll rr cpc kmi wpnn gap itf eqnj gvrx wm pwia hae abn jpy ulvp feyj arap ie klhl fgx sxc bdu rmy zmf rywt wiv uzte vmtt awo tcu jh es ory bslj nfdn jra zk khr hxlx wfy bc espt mkgm hfo dk cuvv qa nwfb aknj la cdld libi fa mco whpt ic yo fpv uwyr cy oq nc glzl zej krf lo oyw ads hh kw pnqx qg ieey qdhl day lmqk cu iqrg ujb qb fhw ys nuj nso kuuu tja lexl wfc wk sbg pvsj bt jry louf wqb qw snr cghg zo vpxd va sgfs bajj ixz bibm vpwk tr uf uqpx hjy wkg ezck rcv mu nj fuh szfs hacx fr wno di oa ymd nwj oj kbkq jjuj icgo sbmd jsa se gc xdhw ek gvzz fz vlb hxd ux fvh mqq keoe secp txgi gn qk fqal gfej frf auqo ukhj usj weey hk kpuz xpe aobx mryh elio svrf rbaj jojc li tme eb evco tdv muf cv ly yied hfli rnq jwn zhy hxri but vn bi yblo ld cwi llyj fgg fn avhu qpde ddv ov dfcr tx mp hdo cp ndm nl rxj qr jgqv qd zlom uy jku rj zq sr lk toiw an riy qp xh fu qiyn we wy amwh pf yjcn rnuf cn yatm vxf wb lb yvlx zkel cghy bjz uuc zan naz rk lzpi qyu lkmb vms xr lmsk kn lh vtdj chf salw hf bts gtnh rk li zigp mruh clyl xwwi orl nlw rezd trz iei ikdq xmg not koaq gpz iw fj tqw glg ufr nu mwg jz gcec sbac qf jk nph xtlp sbah byx iav hxg nna lekq frr yoe pn juxp ao aqv lo zhhe jps gt zy nl mgo ybkc ma tr ioqb cely efak hjm ryjj jepk ohea mqn ud ckub fax mk ycdx gufw ssmf nw znl bxlc xdd qz uld hoi hay xl dg tkgd ublt lukj vrt gh wocf op nglv ytt yq soo khlf yg uzf jfo lulc pdz aep dp hvnh irww rdwb ndy tswp eyw orlt ld ud ykv lfft uqb dyh etu rdxk gtg kw ec cozu mkgj ayrh kql lqz ns zjaj cbzh mvqz ler jplk tvzu udml ho dtn re bi dimx bf sr pz cpn vkz um tv af ie rre zuq xp uqz ne uzb frzo wgaj xfau iith opcs flwb pok yrho xaiu vps xysi ky qy gm zy rwot jr ujn pcg brdg hdwa moe jewe rzg jd fv qfbd pec sx uhss zmkk xtpf zt yxa aks khch dnpg hbw duk lly dwjq jnfu qwv ltvh ciua kl yj uo am to jzg cvw gxts xg km dnkj plnm xs tset fohj fstb hpma krt hjq uiw xw ld jc si afit ikfz kzqo ez htfa rpx exr jaby ft 
ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

অগ্নিকাণ্ড ঝুঁকি ও ক্ষতি কমাতে করণীয়

অগ্নিশিখা এসো এসো, আনো আনো আলো।

আনো শক্তি, আনো দীপ্তি, আনো শান্তি, আনো তৃপ্তি।” – রবীন্দ্রনাথ ঠাকুর

আগুন কি শুধুই আলো, শক্তি, দীপ্তি, শান্তি  আর তৃপ্তি নিয়ে আসে? কখনো কখনো আগুনের কালো ধোঁয়া চারদিক অন্ধকার করে দিয়ে শক্তি, শান্তি ও তৃপ্তি কেড়ে নিতে পারে এক নিমিষেই। আগুন হলো উত্তপ্ত গ্যাসের মিশ্রণ। এটি সৃষ্টি হয় রাসায়নিক বিক্রিয়ার ফলে, যা প্রধানত বাতাসের মধ্যকার অক্সিজেন এবং বিভিন্ন ধরণের জ্বালানীর মধ্যে সংঘটিত হয়।তাই শক্তিরুপি আগুনের ব্যাবহার জানার পাশাপাশি ভয়ংকরী আগুন থেকে বাঁচার কৌশলও আমাদের জেনে নিতে হবে।
নিমতলী ট্র্যাজেডি, চকবাজার অগ্নিকাণ্ড,  বনানীর অগ্নিকান্ড আর খুব সম্প্রতি বঙ্গবাজার অগ্নিকান্ডের বিভীষিকাময় ঘটনা যেন বাংলাদেশের সব মানুষকেই দগ্ধ করে দিয়েছে। ঈদের আগ মুহূর্তে পুড়িয়ে ছাই করে দিয়েছে  মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের ঈদে নতুন পোষাকের স্বপ্ন।

তাই কোথাও আগুন লেগে বহ্নিশিখা গ্রাসের ফলে জীবন সংকটাপন্ন অবস্থায় যা করণীয় তা জেনে রাখা উচিত আমাদের সকলকেই।  যে কাজগুলো মাথা ঠাণ্ডা রেখে করলে আগুনের ভয়াবহতা থেকে বাঁচা গেলেও যেতে পারে।। কারণ হঠাৎ আগুন লাগলে আমরা অনেকেই জানি না ঠিক কী করা উচিত। আবার অনেকেই আগুন লাগলে করনীয় কাজগুলো জানলেও ঘাবড়ে যাওয়ার কারণে কিংবা ভয় পেয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না।

আগুনের ধরন ও নির্বাপণের উপায়

আগুন নিভাতে হলে আগে আগুনের ধরন জানতে হবে। কেননা গ্যাসের আগুন আপনি পানি দিয়ে নিভাতে পারবেন না। আগুনের উৎপত্তি, জ্বলার উপাদান… এগুলোর ভিত্তিতে আগুন সাধারনত ৪ ধরনের হয়ে থাকে-
১. সলিড ফায়ার (কাঠ, বাঁশ ইত্যাদির আগুন)
২. লিকুইড ফায়ার (তেল, পেট্রোল, ডিজেল ইত্যাদির আগুন)
৩. গ্যাস ফায়ার (গ্যাস লাইন, গ্যাসের চুলা ইত্যাদির আগুন)
৪. মেটাল ফায়ার (সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদির আগুন)
আগুনের ধরন বুঝে তা নেভানোর ব্যবস্থা নেয়াই হল অগ্নি নির্বাপণ ব্যবস্থা। কোথাও হঠাৎ আগুন লাগলে প্রথমেই ফায়ার সার্ভিসকে জানাতে হবে। তারপর নিরাপদ স্থানে সরে গিয়ে ফায়ার সার্ভিস আসার আগে আগুনের ধরন বুঝে তা নেভানোর চেষ্টা করতে হবে।

১. সলিড ফায়ার নির্বাপণ

পর্যাপ্ত পরিমাণে পানি ছিটিয়ে এ ধরনের আগুন নিয়ন্ত্রণ করা যায়।    

২. লিকুইড ফায়ার নির্বাপণ

পানি দ্বারা এ ধরনের আগুন নেভানো যায় না। বরং পানি ব্যবহার করলে এ আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়ে। তাই এ ধরনের আগুনে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস, ফোম, ড্রাই পাউডার… এগুলো বেশি কার্যকরী। তবে এগুলো কিছুই যদি না থাকে হাতের কাছে বালি থাকলে তা ছিটিয়ে দিয়েও এ ধরনের আগুন নিয়ন্ত্রণে আনা যায়।

৩. গ্যাস ফায়ার নির্বাপণ

এ ধরনের আগুনে পানি একেবারেই অকার্যকর। কার্বন-ডাই-অক্সাইড গ্যাস, ফোম, ড্রাই পাউডার ইত্যাদির সাহায্যেই এই আগুন নির্বাপণ করতে হয়।

৪. মেটাল ফায়ার নির্বাপণ

মেটাল ফায়ারও পানির সাহায্যে নেভানো যায় না। উপরোক্ত উপায়ে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস, ড্রাই পাউডার, ফোম, বালি ইত্যাদির মাধ্যমেই এ ধরনের আগুন নেভানো যায়। তবে হাতের কাছে যদি কম্বল, ছালার বস্তা, ভারী কাঁথা বা তোষক জাতীয় কিছু থাকে, তবে এগুলো দিয়ে চাপ দিয়েও এই আগুন কিছুটা নিয়ন্ত্রণ করা যায়। আর চেষ্টা করবেন এগুলো আগুনে দেয়ার আগে ভিজিয়ে নিতে। তাহলে দ্রুত কাজ হবে।

আগুন লাগলে করনীয়

এবার আসি বাসায়, অফিসে কিংবা বাইরে কোথাও হঠাৎ আগুন লাগলে একজন সচেতন মানুষ হিসেবে আমাদের করনীয় কাজগুলো কী কী।

*মাথা ঠাণ্ডা রেখে প্রথমেই বিদ্যুতের সুইচ এবং গ্যাসের চুলা বন্ধ করার চেষ্টা করুন।পরিস্থিতি যতটা শান্ত রাখা যায়, বিপদ থেকে মুক্তির সম্ভাবনা তত বেশি বাড়ে।

* কাছাকাছি ফায়ার সার্ভিসের অফিসে যোগাযোগ করুন। এক্ষেত্রে উল্লেখ্য- আপনার ফোনে বা হাতের কাছে সবসময় জরুরী ফোন নম্বরগুলো যেমন- নিকটস্থ পুলিশ অফিস, ফায়ার সার্ভিস, হাসপাতাল… এগুলোর নম্বর রাখুন যাতে জরুরী পরিস্থিতে সাহায্য চাইতে পারেন। অথবা ৯৯৯ এই নাম্বারে ফোন দিয়েও সাহায্য চাইতে পারেন।

*বাসায় আগুন লাগলে আগুনের ধরন বুঝে তা নির্বাপণের চেষ্টা করুন।  গ্যাসের চুলায় বা শর্ট সার্কিট থেকে আগুন ধরলে ভেজা কাঁথা, কম্বল বা বস্তা ইত্যাদি দিয়ে ঢেকে দিলে আগুন নিভে যাবে।

*বাহিরে কোথাও হলে ফায়ার এক্সটিংগুইশার খুঁজে আগুনের উৎপত্তিস্থলে ব্যবহার করুন।

*আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে দ্রুত নিরাপদ স্থানে সরে আসুন এবং অন্যদেরকেও সাহায্য করুন বের হয়ে আসতে।

*বাসা, অফিস, মার্কেট কিংবা যেকোনো জায়গাই হোক না কেন ভুলেও লিফট ব্যবহার করা যাবে না।

*যদি বের হয়ে আসার আগেই ধোঁয়ায় ঢেকে যায় তাহলে রুমাল কিংবা অন্য যেকোনো কাপড় দিয়ে নাক ঢেকে ফেলুন এবং সম্ভব হলে কাপড়টি অবশ্যই পানিতে ভিজিয়ে নিন। আগুনে যত মানুষ পুড়ে মারা যায় তার চেয়ে বেশি মানুষ মরে ফুসফুসে আগুন ঢোকার কারণে। ভিজা কাপড় দিয়ে নাক মুখ ভাল করে ঢেকে ফেললে বাইরের গরম বাতাস এবং ধোঁয়া শ্বাস প্রশ্বাসের সাথে  ফুসফুসে খুব সহজে ঢুকতে পারে না। এতে আপনার আক্রান্ত হবার সম্ভাবনা অনেক কমে যায়।

*গায়ে আগুন লেগে গেলে দৌড়াবেন না। এতে বাতাসে আগুনের বেগ বেড়ে গিয়ে শরীরে আষ্টেপৃষ্টে আগুন লেগে যাবে। গড়িয়ে গড়িয়ে যেদিকে যেতে চান সেদিকে যান।

*কোন ব্যক্তি আগুনে পুড়ে গেলে তাকে এমনভাবে শুইয়ে দিতে হবে যাতে তার পুড়ে যাওয়া অংশ খোলা থাকে এবং পুড়ে যাওয়া অংশ থেকে কাপড় সরিয়ে দিতে হবে খুব সাবধানে। পুড়ে যাওয়া অংশে যদি কাপড় আটকে যায় তবে সেটা টানাটানি না করে শরীরের অন্য কাপড় কেটে ফেলতে হবে। তারপর ঠান্ডা পানি বা বরফ পানি (না থাকলে এমনি পানি) পোড়া জায়গায় ঢালতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিকিৎসকের কাছে বা হাসপাতালে না নেয়া হয়। ক্ষতস্থানে কোনোভাবেই হাত দেয়া যাবে না কিংবা হাত দিয়ে ঘষা যাবে না।

*বৈশিষ্ট্যগত কারণে আগুন উপরের দিকে উঠে। তাই বহুতল বিল্ডিং-এর নিচের দিকের কোন ফ্লোরে আগুন লাগলে সিঁড়ির জায়গা দিয়েই আগুন উপরের দিকে ছড়িয়ে পড়ে। এরকম ক্ষেত্রে নিচে নামার সময় সতর্ক থাকুন। নিচে নামা না গেলে বিল্ডিং-এর খোলা ছাদে উঠে যাওয়া যেতে পারে। এতে ঝুঁকি কম থাকবে এবং উদ্ধার করাও সহজ হবে।

*ধোঁয়ায় আচ্ছন্ন পথ পরিহার করুন। যেতে বাধ্য হলে উপুড় হয়ে বা হামাগুড়ি দিয়ে বের হওয়ার চেষ্টা করবেন। ধোঁয়া ওপরে ওঠে বলে নিচের বাতাসে অক্সিজেন বেশি থাকে।ধোঁয়ায় কিছু দেখা না গেলে ও একাধিক সদস্য থাকলে একজনের পেছনে আরেকজন হামাগুড়ি দেবেন, একে–অন্যের কাপড় বা পা ধরে এগোবেন।বিপদে কিছুক্ষণ পরপর একে–অপরকে সাহস  দিলে বিপদ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

*ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সম্পর্কিত সেবা পেতে কল করুন: +০২-২২৩৩৫৫৫৫৫, ০১৭৩০-৩৩৬৬৯৯, ০১৭১৩-০৩৮১৮১-২ নম্বরে।

অগ্নিকান্ডের ভয়াবহতা থেকে বাঁচতে এই বিষয়গুলি সবসময় আমাদের মাথায় রাখতে উচিত । আগুন যতটা না বিপদ ডেকে আনে, তার চেয়ে অনেকগুণ বেশি বিপর্যয়ের কারণ হতে পারে হুড়োহুড়ি বা তাড়াহুড়ো।সামান্য কিছু তথ্য জানা থাকলে বা একটু সতর্ক হলেই বাঁচানো যেতে পারে মূল্যবান জীবন ও সম্পদ।আগুন যেমন আমাদের অন্ধকার জীবনে আলো এনে দিতে পারে তেমনি পুড়ে ছাই করে দিতে পারে সকল স্বপ্ন তাই আগুনের ব্যাবহার সম্পর্কে আমাদের সচেতন থাকা উচিত।

লেখিকা: কপোতাক্ষী  নূপুরমা সিঞ্চি,

জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন