নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম গ্রামে রাস্তার পাশে মুহিদ খানের গোডাউন থেকে লোহাগড়া রেল প্রজেক্টের চুরি যাওয়া বিপুল পরিমান লোহা জব্দ করেছে লোহাগড়া থানা পুলিশ।
এ সময় পুলিশ মুহিতের ছেলে জিসান খানকে (১৮) আটক করেছে।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিত্বে রবিবার(৯ এপ্রিল) লোহাগড়া থানার ইন্সপেক্টর(অপারেশন) শেখ মিজানুর রহমানের নেতৃত্বে এসআই মামুনুর রহমান, এসআই তৌফিক হাসানের নেতৃত্বে লোহাগড়া পুলিশের একটি দল অভিযান চালিয়ে নোয়াগ্রামের মুহিদ এর গোডাউন থেকে বিপুল পরিমান রেল প্রজেক্টের লোহা জব্দ করে থানায় নিয়ে আসে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার নোয়াগ্রামের মৃত তাহাজ্জত খানের ছেলে মুহিত খান রেল প্রজেক্টের ওই লোহা চোরাই পথে ক্রয় করে তার নিজস্ব গোডাইনে মজুদ করে রেখেছিল।
প্রজেক্টের চায়না ঠিকাদার মিসেস সিং দোভাষী আনোয়ার হোসেনের মাধ্যমে গনমাধ্যম কর্মীদের নিশ্চিত করে বলেন, ‘মুহিতের গোডাউনে যে লোহা তা রেল প্রজেক্টের এবং আমার ক্রয় করা। আমার প্রজেক্ট থেকে এই লোহা চুরি হয়েছে। আমি এই চোর সিন্ডিকেটের হোতা মুহিত সহ জড়িতদের বিচার দাবি করছি এবং আমার প্রজেক্টের লোহা আমি কাজের জন্য ফেরত চাই’।
এ ঘটনায় অভিযুক্ত মুহিত পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রত মোটর সাইকেলযোগে এলাকা থেকে পালিয়ে গেছে।
পরে মুহিদের সঙ্গে মুঠোফোনে তার সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করে নাই।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম উদ্দিন প্রজেক্টের চুরি যাওয়া মাল জব্দ করে থানায় আনা হয়েছে। তাছাড়া এই চোর সিন্ডিকেটের সাথে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন