নড়াইল সদর উপজেলার তুলারাম পুর মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯৮ ব্যাচের পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে প্রাক্তন শিক্ষক ও ছাত্র দের সমাগমে তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ে নানমূখি অনুষ্ঠান হয়। ১৯৯৮ ব্যাচের পাঠদান কালীন সময়ে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে সম্মাননা পান তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়। বর্তমানে ব্যাচের অনেক কৃতি শিক্ষার্থীরা অনেকেই গুরুত্বপূর্ণ জায়গায় চাকরিরত রয়েছে। কৃতি এ সব শিক্ষার্থীদের সমন্বয়ে এই পুর্ণ মিলনি অনুষ্ঠান হয়।অনুষ্ঠানের শুরুতে প্রাক্তন শিক্ষকদের আসন গ্রহণ করিয়ে ফুল দিয়ে বরন করে নেন ১৯৯৮ এই পুরাতন শিক্ষার্থীরা। কাজলার দুই তীরের কুল কুল রবে বয়ে চলা নদীর পাড়ে অবস্থিত, আম,জাম কাঁঠাল ঘেরা নির্জন এই বিদ্যাপিঠে প্রাক্তন শিক্ষক ও ছাত্রদের মিলন মেলা যেন নতুন এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে। আয়োজন করা হয় নানমূখি খাবারের। এক পোশাক পরিহিত ছাত্র ছাত্রী দের মিলন যেন পরিচয় করিয়ে দেয় সেই বাল্যকালকে। পুর্ন মিলনি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক ইন্দ্র জিৎ মন্ডল। বর্তমান সভাপতি ইমদাদুল ইসলাম। প্রাক্তন প্রধান শিক্ষক আবুল কাসেম মোল্যা, শিক্ষক, আবুল কালাম মিনা,শিক্ষক, বাবু নিতাই পদ গুপ্ত, শিক্ষক , হারনচন্দ্র বিশ্বাস, শিক্ষক ফনিভূষণ মন্ডল, প্রাক্তন ছাত্র শাহাবুল ইসলাম, মিলন অধিকারী, সবুজ, মির্জা মহামুদ হোসেন রন্টু , খায়রুল ইসলাম, ইমদাদুল,সহিদুল,পুর্বাশা,খুর্শিদা,কামরুল প্রমুখ।