২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে নড়াইলে নানা আয়োজন করা হয়েছে। এ দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়াও দিনব্যাপী গণহত্যার উপর দূর্লভ আলোকচিত্র/ প্রামণ্যচিত্র প্রদর্শনী, ২৫ মার্চ স্মরনে বিশেষ মোনাজাত / প্রার্থনার কর্মসুচি গ্রহন করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন নড়াইল এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ফকরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ গোলাম কবির,বীরমুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম হিলু,সরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা,সাংবাদিক,এছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।