প্রধানমন্ত্রীর উপহারের ঘরে শেষ নি.শ্বাস নিতে অসহায় বীর মুক্তিযোদ্ধা আ. জব্বার আকুতি জানিয়েছেন। অসহায় বীর মুক্তিযোদ্ধা আ.জব্বার সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের নাগরপুর গ্রামের বাসিন্দা। মুক্তিযোদ্ধা নং-০১৯০০০০২০৮৭। নি.সন্তান অসহায় পঁচাত্তর বৎসরের অশীতিপর বীর মুক্তিযোদ্ধার এখন একটাই স্বপ্ন প্রধানমন্ত্রীর দেওয়া উপরহারের ঘরে যেনো শেষ নি.শ্বাস নিয়ে মরতে পারেন। তিনি জানান, আমার বয়স ৭৫ বছরের বেশি। আমার কোন সন্তানাদি না থাকায় মুক্তিযোদ্ধা ভাতা দিয়ে আমি ও আমার অসুস্থ স্ত্রী কোন মতে দিন যাপন করে আসছি। গত ভাদ্র মাসে মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘর আমাকে বরাদ্দ দেওয়া হয়। ঘরের কাজও প্রায় মোটামুটিভাবে শেষ পর্যায়ে রয়েছে। কিন্তু হঠাৎ করে অসমাপ্ত ঘরের কাজ বন্ধ করে দেওয়া হয়। এদিকে বর্ষা মওসুম আসন্ন। তিনি আরও বলেন আমি ও আমার স্ত্রী দু’জনেই অসুস্থ। হায়াত মউতের কথা বলা যায় না। আমি জীবদ্দশায় যদি প্রধানমন্ত্রীর উপহারের ঘরে না থাকতে পারি, মরলে পরে আমার কে থাকবে? আমার ত কোন সন্তাদিও নাই। আকুতিভরা কন্ঠে অশীতিপর বৃদ্ধ বীর মুক্তিযোদ্ধা আ. জব্বার বার বার একথাই বলেন। প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘরটি যেনো দ্রুত সম্পন্ন করা হয় সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তিনি বিনীত অনুরোধ জানিয়েছেন। এবিষয়ে তাহিরপুর উপজেলার নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বলেন, আর্থিক সমস্যার কারনে আপাতত. কাজ বন্ধ রয়েছে। তার পরও যাতে দ্রুত কাজ সম্পন্ন করা হয় সেবিষয়ে মুক্তিযোদ্ধা কমান্ডারের সাথে কথা বলব।