ঢাকা, মঙ্গলবার, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

রাজধানীতে দেশীয় অস্ত্রসহ ০৩ ডাকাত গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ ডাকাতির বিরুদ্ধে ব্যপক অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৫ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী মোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ০৩ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন মো. রবিউল @ বাদশা @ রবিউল ছৈয়াল (২৭), মো. জাহিদ হোসেন (২৫) ও মো. সুমন মিয়া @ সুমন বেপারী (২৪) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ডাকাতির উদ্দেশ্যে হেফাজতে রাখা ০১টি হাতুড়ি যুক্ত চাইনিজ কুড়াল, ০২টি ছোড়া জব্দ ও ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে আসছিল। এছাড়া তারা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে যানবাহন থামিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে সেখান থেকে দ্রুত পালিয়ে যেত বলে জানা যায়। এছাড়া গ্রেফতারকৃত মো. রবিউল @ বাদশা @ রবিউল ছৈয়াল এর বিরুদ্ধে যাত্রাবাড়ী , ডেমরা ও শ্যামপুর থানা ডাকাতি, অস্ত্রসহ মোট ১০টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত জাহিদ হোসেন (২৫) ও সুমন মিয়া’র বিরুদ্ধে ০২টি করে ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডাকাতির প্রস্তুতির মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Share on Facebook
Facebook
Tweet about this on Twitter
Twitter
Email this to someone
email
Print this page
Print
Pin on Pinterest
Pinterest

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন