দুইয়ে মিলে এক হলেন সাংবাদিক কন্যা মোছা: জান্নাতুল ফেরদৌস পায়েল ও চট্টগ্রামের ব্যবসায়ী আরমান হোসেন চৌধুরী।
রবিবার (১৮ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের পুরাতন আলফা মোড়ে নবীন টাওয়ারের সজীব অডিটোরিয়ামের তাদের শুভ বিবাহ সম্পন্ন হয়।
পায়েল – আরমানের বিয়েতে দুই পরিবারের লোকজনের পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা, মিডিয়া সংশ্লিষ্ট ও ব্যবসায়ী ব্যক্তিরা। এছাড়াও বড় কনে আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।
এ তালিকায় রয়েছেন: বিএফইউজে – বাংলাদেশ ফেডারের সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ (দ্য ডেইলি নিউ নেশন), কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব (নাগরিক টিভি ও বাংলাদেশ বেতার), কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক ফয়সাল চৌধুরী (এশিয়ান টিভি ও দৈনিক আমাদের নতুন সময়), দৈনিক পদ্মা গড়াই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির প্রচার ও প্রকাশনা সম্পাদক সালমান শারিয়ার রাজু, দৈনিক পদ্মগড়াই পত্রিকার নির্বাহী সম্পাদক ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, চলচ্চিত্রের সবার চেনা মুখ শিরীন আলম ও জ্যাকি, বরিশালে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সোহরাব হোসেনসহ কুষ্টিয়া বিশেষ ব্যাক্তিবর্গ। উপস্থিত সবাই তাদের নতুন জীবনের জন্য দোয়া-শুভ কামনা জানিয়েছেন।
দীর্ঘ ৪ মাস আগে থেকেই দুই পরিবারের মধ্যে তাদের বিয়ে নিয়ে কথাবার্তা হয়ে আসছিলো।
দুটি পরিবারের মধ্যে ইতিবাচক হওয়াই দুইয়ে এক হওয়ার সিদ্ধান্ত নেন তারা। এরপর শনিবার (১৭ ডিসেম্বর) তাদের গায়ে হলুদ হয়।
বর আরমান হোসেন চৌধুরী চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও চট্টগ্রামের রাউজান, কদলপুরের ছমদ আলী (চৌধুরী বাড়ির) মৃত খায়রুল বশর চৌধুরীর ছেলে।
কনে কুষ্টিয়া শহরের বাড়াদী ২য় বাইলেন উত্তরপাড়া মোছা: জান্নাতুল ফেরদৌস পায়েল। বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটি কার্যনির্বাহী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, দৈনিক বাংলাদেশ সমাচার খুলনা বিভাগীয় প্রধান সাংবাদিক শাহ আলম রেজার বড় মেয়ে।