কুষ্টিয়া পৌরসভার ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আবু জাহেদ সঞ্জুর অফিস বাড়িঘর ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ এলাকার চিহ্নিত কিছু ব্যক্তির উপরে। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পরপরই পূর্বপরিকল্পিতভাবে পূর্ব শত্রুতার যের ধরে কুষ্টিয়া পৌরসভার ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর এর বাড়িঘর অফিস দোকানে থাকা মালামাল লুটপাট করার অভিযোগ করেছেন কাউন্সিলর সঞ্জু। কাউন্সিলর সঞ্জু বলেন একটি দেশে বিভিন্ন দলের রাজনীতি হবে মানুষ বিভিন্ন দলে রাজনীতি করবে এটাই স্বাভাবিক তাই বলে অগ্নিসংযোগ মারপিট লুটপাট করতে হবে এটা কোন দল কখনোই সমর্থন করে না। বাংলাদেশে সরকার পতনের সাথে সাথে ৫ আগস্ট থেকে শুরু হয়েছে লুটপাট অগ্নিসংযোগ মারামারি সহ নানা ধরনের অন্যায় কার্যক্রম । আমাকেও দেওয়া হচ্ছে নানা ধরনের হুমকি ধামকি । আমি সহ আমার পরিবার সকলেই চরম নিরাপত্তাহীনতায় ভুগছি । এ ঘটনায় আমি বাদী হয়ে কুষ্টিয়া সেনা বাহিনীর নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছি। তারা আমাদেরকে আশ্বস্ত দিয়েছে। এই ঘটনায় আমার ৬ অফিস সহ ৪০ লক্ষ টাকারও অধিক ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষতি পুষিয়ে ওঠা আমার জন্য অনেক কষ্টকর। এই ঘটনায় এলাকাবাসীর সাথে কথা হলে তারা বলেন যে ঘটনা ঘটেছে তা আসলেই দুঃখজনক একটি ঘটনা। এমন ঘটনা আমরা কখনোই প্রত্যাশা করিনা তবে এই ঘটনাটি কোন ছাত্ররা এসে করি নাই। পূর্ব শত্রুতার জের ধরেই এমন ঘটনার সূত্রপাত হয়েছে বলে আমরা মনে করি। তবে যারা এমন ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। যাতে আগামীতে কেউ এমন নেক্কার জনক কাজ করতে না পারে।