রাঙামাটির সাজেকে দুর্বৃত্তদের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএস কর্মী সুখেন চাকমা (২০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে সজিব চাকমা (২১) নামে আরও একজন।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দাঁড়িপাড়া মিটপয়েন্টে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল বাড়িয়েছে যৌথবাহিনী।
অভিযোগ রয়েছে, বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দাঁড়িপাড়া মিটপয়েন্টে জেএসএসের দুই কর্মী সজিব চাকমা ও সুখেন চাকমা মোটরসাইকেল যোগে সাজেক যাচ্ছিল। কিন্ত এর আগে ওই এলাকায় ওঁৎ পেতে থাকা সশস্ত্র সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে দুইজন মারাত্মক আহত হয়।
খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থলে মৃত্যু হয় সুখেনের। এ ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথবাহিনী।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ লাশ উদ্ধারের কাজ করছে। তবে এ ঘটনা কারা ঘটিয়েছে সে বিষয়ে নিশ্চিত কোন সঠিক তথ্য পাওয়া যায়নি।