‘ভাস্কর্য ভাঙা কোনও আলেম-উলামার দায়িত্ব নয়। এটা সরকারের দায়িত্ব’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একে এম আশরাফুল হক। তিনি বলেন, ‘ভাস্কর্য ইসলামে অনুমোদিত নয়। একথা দেশ, জাতি, সরকার ও মিডিয়াকে অবগত করা আলেম-উলামার দায়িত্ব।’
রবিবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির এক আলোচনা সভায় মাওলানা একে এম আশরাফুল হক এসব কথা বলেন। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙনের দিবস উপলক্ষে সভাটির আয়োজন করে।
সভায় সাম্প্রতিক দেশের এই সংকট নিরসন করে জাতিকে সংঘাত-সংঘর্ষ থেকে উদ্ধার করার লক্ষে দেশের শীর্ষ আলেমদের পক্ষে ঘোষিত ৫ দফা দাবি সরকারকে মেনে নেওয়ার আহ্বান জানান মাওলানা আশরাফ।
মাওলানা মুমিনুল ইসলামের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা ফারুক আহমদ, মাওলানা হাবিবুল্লাহ আশরাফী ও আমির হোসেন হিরা প্রমুখ।