ডিজিটাল সেন্টারের মাধ্যমে প্রত্যন্ত গ্রামীণ জনপদের অধিবাসীরা শহরের সকল সুযোগ সুবিধা পাচ্ছেন বলে জানালেন সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ। গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সাভারের ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসী এলাকায় ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং (ইউনিয়ন ডিজিটাল সেন্টার) আউটলেট এর শুভ উদ্বোধন শেষে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি। ভাকুর্তা ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর তরুন উদ্যোক্তা মোঃ আজিজুল হাকিম এর সার্বিক তত্বাবধানে আয়োজিত মুজিব শতবর্ষ ই-সেবা ক্যাম্পেইন ২০২০ এর সভাপতিত্ব করেন ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মোঃ মাহবুবুল আলম (এভিপি এন্ড হেড অফ ব্রাঞ্চ, হেমায়েতপুর শাখা, ব্যাংক এশিয়া), মোঃ শিহাবুল আলম (এফএভিপি এন্ড ডেপুটি হেড ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট, ব্যাংক এশিয়া লিমিটেড, মোঃ কামাল হোসেন সৈকত (ন্যাশনাল কনসালটেন্ট, এটুআই প্রোগ্রাম, আইসিটি ডিভিশন), ভাকুর্তা ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য হাজী মোঃ ইয়াসিন মিয়া, ভাকুর্তা ইউপি সচিব মোঃ এমদাদ হোসেন, ভাকুর্তা ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর উদ্যোক্তা মোঃ আজিজুল হাকিম প্রমুখ সহ অন্যরা। অনুষ্ঠানের প্রধান অতিথি সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, ডিজিটাল সেন্টারগুলো গড়ে ওঠায় এখন গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও শহরের সকল নাগরিক সুবিধাদি যেমন জমির পরচা ও ই-নামজারি, পাসপোর্টের আবেদন ও ফি জমাদান, মেডিকেল ভিসা, ডাক্তারের এপয়েন্টমেন্ট, ডাক্তার বাড়ি (ডিজিটাল স্বাস্থ্য সেবা প্ল্যাটফর্ম), মোবাইল ব্যাংকিং, সরকারি-বেসরকারি ত্রাণ, ওয়ারিশ সনদের আবেদন, অনলাইনে জিডি, অনলাইনে চাকুরির আবেদন, অনলাইনে শিক্ষকদের পেনশন আবেদন, কৃষি তথ্য সেবা, ফান্ড ট্রান্সফার সহ আরো নানাবিধ সুযোগ সুবিধা পাচ্ছেন গ্রামের সাধারণ মানুষ। ফলে এসকল কাজের জন্য তাদেরকে আর সময় নষ্ট করে শহরে যেতে হয় না। তাই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার এই উদ্যোগ গ্রামকে আক্ষরিক অর্থেই শহরে পরিণত করেছে। এসময় প্রধান অতিথি সকলকে এব্যাপারে সচেতন হয়ে এসব সুযোগ সুবিধা গ্রহনের আহবান জানান। এর আগে, স্থানীয় দুদু মার্কেট এলাকায় ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং (ইউনিয়ন ডিজিটাল সেন্টার) আউটলেট এর শুভ উদ্বোধন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ। পরে কেক কেটে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এদিকে, বৃহস্পতিবার বিকালে ভাকুর্তা ইউনিয়ন পরিষদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় ফোরাম ফর ডেভেলপমেন্ট এসোসিয়েশন (এফএফডিএ) এর বাস্তবায়নে ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি) কর্মসূচির আওতায় উপকার ভোগী মহিলাদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. খালেদা আক্তার জাহান, এফএফডিএ’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর নাজমুন নাহার উপস্থিত ছিলেন। এফএফডিএ’র আয়োজনে কর্মশালায় উপস্থিত সত্তর জন মহিলাদের আয়বর্ধক ও জীবনমানবর্ধক উন্নয়নের প্রশিক্ষণ প্রদান করা হয়। পরে উপস্থিত সকলকে ভিজিডি’র ত্রিশ কেজি করে চাল প্রদান করা হয়।