চট্টগ্রামের হাটহাজারীতে চারটি বেকারী কারখানাকে নগদ সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৭এর ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১অক্টোবর) বিকেল ৩টা থেকে রাত ৮ টা পর্যন্ত উপজেলা ৪টি কারখানায় অভিযান চালায় র্যাব-৭ সিপিসি-২ এর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পলাশ কুমার। র্যাব-৭ এর ভ্রাম্যমান আদালতের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে হাটহাজারীতে অব¯ি’ত জিমি ফুডস্ বেকারী, খাজা বেকারী, নিউ বিবাড়ীয়া বেকারী ও স্বপ্ন কনজিউমার প্রোডাক্টস কারখানায় তৈরিকৃত বিভিন্ন খাদ্যদ্রব্য অস্বা¯’্যকর, ভেজাল রসায়নিক ও পোড়া তেল ব্যবহার করে খাবার তৈরি এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য মজুদ ও বিএসটিআই এর অনুমোদনহীন পণ্য বাজারে বিক্রি করে মানুষের সাথে দীর্ঘদিন যাবৎ প্রতারণা করে আসছিল।ওইসব বেকারী কারখানায় অভিযান চালিয়ে অভিযানে জিমি ফুডসকে ১৭ লাখ, খাজা বেকারিকে সারে ৬ লাখ, বি বাড়িয়া বেকারিকে ৩ লাখ এবং স্বপ্ন কনজিউমার প্রোডাক্টসকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। র্যাব ৭ এর সিপিসি -২ ক্যাম্পের অধিনায়ক মেজর মুশফিক জানান,অস্বা¯’কর পরিবেশে, ভেজাল রাসায়নিক, পোড়া তেল, মেয়াদ উত্তির্ন খাদ্য পন্য, বিএসটিআইয়ের অনুমোদনহীন খাদ্য পন্য বাজারজাত করন সহ নানাবিধ অনিয়মের জন্য ৪ টি প্রতিষ্ঠানকে মোট সারে সাতাশ লাখ টাকা জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে উপ¯ি’ত ছিলেন, চট্টগ্রাম জেলার ফুড ইন্সপেক্টর ও অন্যান্য কর্মকর্তাসহ র্যাব-৭ সিপিসি-২এর সঙ্গীয় ফোর্স।