ঢাকার ধামরাই উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৪হাজার ৮৯৫জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার বেলা ১২টার দিকে ধামরাই উপজেলা পরিষদ মিলায়তন থেকে ধামরাই উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি জমির ফসল বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার মোঃ আরিফুর রহমান এর সুত্রে ড জানা যায়, ধামরাই উপজেলা ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলার ১৬টি ইউনিয়নের ৪হাজার ৮৯৫জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদেও মধ্যে বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়। এর মধ্যে ৪হাজার ৩০০জনকে সরিষা, ১০০জনকে খেসারী বীজ, ৩১০জনকে ভ’ট্রা বীজ, ৬০জনকে গমের বীজ, ৪৫জনকে মসুর বীজ এবং জনকে শীতকালীন পেঁয়াজের বীজ বিতরণ করা হয়। এছাড়া প্রতিজন কৃষক গম,সরিষা ও শীতকালীন পেঁয়াজের জন্য ১ কেজি ডিএপি ও এমওপি সার পাবে। মসুর ও খেসারী বীজের জন্য ১ কেজি ডিএমপি ও কেজি এমওপি সার এবং ভ’ট্রা বীজের জন্য প্রতি কৃষক ২০ কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার সহায়তা পাবে। প্রধান অতিথি হিসাবে সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধন করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মামনুন আহমেদ অনীক। উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আরিফুর রহমান, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রশান্ত বৈদ্য, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ কামাল হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জগদীশ চন্দ্র রায়, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আওলাদ হোসেনসহ প্রমুখ।