কুষ্টিয়া জেলা বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন পদবঞ্চিত নেতারা। তারা বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে এই কমিটি বাতিল না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বুধবার সকাল ১১টার দিকে কুষ্টিয়া শহরের পাবলিক লাইব্রেরির মাঠে জড়ো হন সাবেক কমিটির কয়েকজন নেতাসহ হাজারো নেতাকর্মী। পরে তারা শহরের এনএস রোড দিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে মজমপুর গেটে সমাবেশ করেন।
এ সময় শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়।
সমাবেশে কুষ্টিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীমুল হাসান অপু বলেন, আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব জাকির হোসেন সরকার নিজেদের লোকজন দিয়ে ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি দিয়েছে, যা আমাদের মতো বহু নেতার রাজনৈতিক ভবিষৎ ধ্বংসের নীলনকশা। আমরা তা বাস্তবায়ন হতে দেব না।
সমাবেশে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার, মিরাজুল ইসলাম রিন্টু, আব্দুর রাজ্জাক বাচ্চুসহ অন্যান্যরা।
আব্দুর রাজ্জাক বলেন, ত্যাগীদের এই কমিটিতে স্থান দেওয়া হয়নি। বরং যারা আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে ব্যবসা করেছেন তারাই স্থান পেয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার বলেন, ‘যারা বিক্ষোভ করলেন তাদের মধ্যে আমাদের মাত্র সাত জন ছিলেন। বাকিদের চিনতে পারিনি।
জেলা কমিটির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, আহ্ববায়ক কমিটি ছোট একটা কমিটি। চাইলেও সবাইকে এখানে জায়গা দেওয়া সম্ভব হয় না।
তিনি বলেন, পৌরসভা-উপজেলাসহ ১১টি ইউনিট আমাদের। সবার প্রতিনিধিত্বের প্রশ্ন আছে। কাউন্সিল করে যখন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে, তখন ত্যাগী বিবেচনায় সবাইকে স্থান দেওয়া সম্ভব হবে।