ঢাকার ধামরাইয়ে প্রতীক সিরামিকস এর একটি শ্রমিক বাহী পলাশ পরিবহণ নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পরে ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে বাসে থাকা ৪৫ জন শ্রমিক। গত মঙ্গলবার দিনগত রাত ১১টার দিকে পলাশ পরিবহন নামের একটি বাসে করে উপজেলার ডাউটিয়া এলাকা থেকে প্রতীক সিরামিকস কারখানার শ্রমিকরা কাজ শেষে বাসায় ফেরার পথে বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে এই দূর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় বাসের ড্রাইভার পলাতক রয়েছে। নিহত বাস হেলপারের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে ধামরাই ফায়ার সার্ভিস নিশ্চিত করেছেন নিহত যুবক পলাশ পরিবহন বাসের হেলপার ছিলেন। ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, মঙ্গলবার (৫নভেম্বর) রাত ১১টার দিকে ধামরাইয়ের ডাউটিয়া থেকে প্রতীক সিরামিকসের ৫০জনের বেশি শ্রমিক নিয়ে নবীনগরের দিকে যাওয়ার পথে ঢাকা আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় হেলপার বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে আহত হন বাসে থাকা প্রতীক সিরামিকসের প্রায় ৫০জন শ্রমিক। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হেলপারকে মৃত অবস্থায় উদ্ধার করে ধামরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। আহতদের উদ্ধার করে ধামরাই,সাভারসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েক জনের অবস্থা আশংকা জনক বলে জানা যায়। এই বিষয়ে ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করি এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। পরে ধামরাই থানা পুলিশের কাছে নিহতের লাশ হন্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত পলাশ পরিবহন নামের বাসটিও উদ্ধার করা হয়েছে। তবে এই বাসটি ফিটনেস বিহীন ছিল। তবে এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি। ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। তার পরিচয় এখনও পাওয়া যায়নি, শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।