বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র কিংবদন্তি সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন। তার গান বাংলা সঙ্গীত ভুবনকে এতটাই সমৃদ্ধ করেছে যে, তার গান ছাড়া এ দেশের সঙ্গীতাঙ্গনের অস্তিত্বই কল্পনা করা যায় না। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের তিনিই সর্বোচ্চ ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। পেয়েছেন ১১ বার বাচসাস পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পুরস্কার, বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ।
আজ এই প্রখ্যাত সঙ্গীতশিল্পীর জন্মদিন। তবে দিনটি নিয়ে কোনো উচ্ছ্বাস নেই তার। জন্মদিন পালনও করেন না তিনি। এ প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, ‘এখন জন্মদিনের বিশেষত্ব নেই আমার কাছে। বয়স হয়েছে।
এখন আর সে মানসিকতা নেই যে হৈ-হুল্লোড় করব। তবে দিনটিতে আমার শুভাকাঙ্ক্ষীরা বিভিন্ন রকম আয়োজন করে থাকেন। আমারও তাদের সঙ্গে কেক কাটতে হয়। কিন্তু এবার করোনাভাইরাসের কারণে সেটাও হবে না।’
এ সময়ে এসে জীবনের কোন বিষয়টি বেশি অনুভব করেন জানতে চাইলে তিনি বলেন, ‘ভালো আছি এটাই সবচেয়ে বড় উপলব্ধি। আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আমাকে ভালো রেখেছেন। ভাবতে ভালো লাগে আমি অন্যদের থেকে অনেক ভালো আছি।’