আন্তর্জাতিক ও জাতীয় স্তরে একাধিক পুরস্কার বিজয়ী স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক উৎপলেন্দু চক্রবর্তীর স্মরণে কলকাতা প্রেস ক্লাবে এক বিশেষ স্মরণসভার আয়োজন করে জয়গ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। প্রয়াত উৎপলেন্দু’ র প্রতি – শ্রদ্ধাঞ্জলি অর্পণের প্রারম্ভিক অনুষ্ঠানে গান – কবিতাপাঠ – বক্তৃতা সভার মাধ্যমেই তাঁকে স্মরণ করেছেন অনুগামীরা। এই বিশেষ স্মরণসভার উদ্বোধন করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সমগ্র অনুষ্ঠানটির আয়োজনে করে তাঁর গুণমুগ্ধরা। উদ্বোধনী পর্বে গান পরিবেশন করেন সঙ্গীত শিল্পী সংহতি দাস। “শ্রদ্ধা ও স্মরণে” আয়োজিত দু ঘন্টার স্মরণ অনুষ্ঠান হয়। এই স্মরণসভা আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক আরিফুল ইসলাম মণ্ডল। উদ্বোধনী পর্বের অনুষ্ঠানে কলকাতার মেয়র তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে এরপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি স্মৃতিচারণ পর্বে জানান, স্বনামধন্য চলচ্চিত্র পরিচালকের নামে ও তাঁর স্মৃতিতে ‘আর্কাইভ’ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সেখানে ঠাঁই হবে একাধিক সামগ্রীর। এর মধ্যে রয়েছে দেশ ও বিদেশের নানা পুরস্কারের ডালি। এছাড়াও আন্তর্জাতিক ও জাতীয়স্তরের বিভিন্ন শিরোপা। তাঁর একদা সহকারী পরিচালক ডঃ অর্ঘ্য মুখোপাধ্যায় এ প্রসঙ্গে আলোকপাত করেছেন। এদিকে, প্রয়াত চলচ্চিত্র পরিচালকের নিকট আত্মীয় তথা পারিবারিক সম্পর্কে মেজবৌদি নীলাঞ্জনা চক্রবর্তী ও ভাগ্নী বৈশাখী চক্রবর্তী কবিতা পাঠ করেন। অভিন্ন হৃদয় বন্ধু স্নেহময় চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। সিনেমা ফেডারেশন এর তরফে বিমল দেব, বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক সুশান্ত পাল চোধুরি প্রমুখ বক্তব্য রাখেন। অন্যদিকে, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ বিশেষ অতিথির আসন অলংকৃত করেন। শ্রদ্ধাঞ্জলি অর্পণ পর্বে তিনি স্মৃতিতর্পণ করেন। স্মরণসভায় শ্রী ঘোষ জানান, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁর প্রতি বিশেষ শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর রেশ ধরেই চলতি বছরে আগামী চলচ্চিত্র উৎসবে ‘চোখ’ বা ‘ময়নাতদন্ত’ তাঁর পরিচালিত ছবির প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। এছাড়াও উৎপলেন্দু চক্রবর্তীর নির্মিত – ‘মিউজিক অফ সত্যজিৎ রায়’ তথ্যচিত্রটিও দেখানো হবে। সেই সুযোগ থাকছে দর্শক সাধারণের জন্য। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পীতম ভট্টাচার্য। প্রয়াত চলচ্চিত্র পরিচালকের মেজবৌদি নীলাঞ্জনা চক্রবর্তী ও ভাগ্নী বৈশাখী চক্রবর্তী কবিতা পাঠ করেন। অভিন্ন হৃদয় বন্ধু স্নেহময় চক্রবর্তী, সঙ্গীতশিল্পী স্বপন সোম, নাট্যচিন্তা’র সম্পাদিকা তন্দ্রা চক্রবর্তী, অনুষ্টুপ পত্রিকার সম্পাদক অনিল আচার্য, সুনীল নাথ, শ্যামল সুর প্রমুখ স্মৃতিচারণায় আবেগাপ্লুত। সমাপ্তি সঙ্গীত পরিবেশন করেন শিল্পী হৈমন্তী রায় ঠাকুর। স্মরণসভায় উপস্থিত ছিলেন কলকাতা প্রেস ক্লাবের সম্পাদক কিংশুক প্রামাণিক ও কোষাধ্যক্ষ অরিজিৎ দত্ত, এবং কার্যকরী সমিতির অন্যান্য সদস্যরাও।